ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৬ || ১২ মাঘ ১৪৩২
Breaking:
জানাজা শেষে বাগেরহাটের কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী-সন্তানকে পাশাপাশি দাফন      জামায়াত, এনসিপি মিলে সরকার গঠন হয়েছে, এখন তাদের অধীনেই নির্বাচন হচ্ছে: জিএম কাদের     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক প্রতিমন্ত্রী        আমাদের দায়িত্ব এসেছে ভালো দিন তৈরি করার : ফখরুল        বিএনপি দুর্নীতির টুঁটি চেপে ধরবে : তারেক রহমান     
৩২৭৪

এলিজা আজাদ এর কবিতা-

`আমার জীবন কাহিনী কি করে শোনাবো তোমায়`

এলিজা আজাদ

প্রকাশিত: ২১ জুন ২০১৪   আপডেট: ২৩ জুলাই ২০১৪

ছিলো কৃষ্ণচূড়া- ছি্লো আলো
ছিলে আমার পাশে তুমি
আমরা ছিলাম নোম্যানস্‌ ল্যান্ডের বাসিন্দা____
তুমি কবিতা লিখতে ভালোবাসতে
আমি ছিলাম তোমার কবিতা লেখার প্রেরণা
তুমি ছবি আঁকতেও ভালোবাসতে
আমি ছিলাম তোমার চিত্রকল্পের মানস প্রতিমা
আমিই ছিলাম নাকি তোমার শেষ আশ্রয়___

 
এ`ভাবে যখন যা বলে গেছো
আমি বিশ্বাস করে নিয়েছি
তুমি মনে মনে যখন যা ভেবেছ
তাকেই আমি আমার মন ভেবে নিয়েছি
তুমি বলেছ উঠে দাঁড়াও
আমি চলতে শুরু করেছি___

 
তুমি বলেছ আমার শরীরকে শান্ত কর
দেহের কোণায় কোণায় ভাঁজে ভাঁজে
আমার চিহ্ন নাম এঁকে যেতে
আমি সুনিপুণ শিল্পীর মত তাই এঁকে গেছি___

 
তোমার মনের জানালা`য় চোখ লাগিয়ে
আমার আকাশ দেখেছি
খুব সুবিশাল ছিলোনা সে আকাশ
তাকেই আমি চূড়ান্ত ভেবে নিয়েছি___
তুমি বলেছ এসো দু`জনে মিলে
প্রেম অনলে জ্বলি, আমি জ্বলেছি ___

 
যে বিশ্বাসে ধরেছিলাম হাত
হঠাৎ সন্ধ্যার আগমনে কোথায় যেন হারিয়ে গেলে___

 
আজ আমি বিশ্বাসের চোখে বেদনার নীল কাজল আঁকি
নোম্যানস্‌ ল্যান্ডের সবটুকু জুড়ে এখন শুধু আমিই থাকি
কখনো প্রশ্ন করোনা আমি কেমন আছি? —

============================

 

আরও পড়ুন
পাঠক কলাম বিভাগের সর্বাধিক পঠিত