ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৫ || ২৮ আশ্বিন ১৪৩২
Breaking:
ইসরায়েলের পার্লামেন্টে ট্রাম্পের ভাষণে বাধা, ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান      কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ‘মার্চ টু সচিবালয়’        নভেম্বরেই গণভোট চায় জামায়াত        ‘আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে, বাংলাদেশ অসাম্প্রদায়িক’     
৪০১১

এম আর ফারজানা`র কবিতা-

`জ্যোৎস্নারাতে মৃত্যুর অপেক্ষা`

এম আর ফারজানা

প্রকাশিত: ১৫ মে ২০১৪   আপডেট: ২৫ জুন ২০১৪

আমি এ ভূবন ছেড়ে
যাব খুব তাড়াতাড়ি ঐ ঊর্ধগগনে।
তাই শুনে বন্ধু আমার
খুলে তার বন্ধ মনের দ্বার
দেখতে এসেছে আমায় সংগোপনে।

 

দিয়েছি পাড়ি অনেক পথ আমি
একা একা বহুদূর ।
আজ জ্যোৎস্না রাতে রবে বন্ধু আমার সাথে,
হোক না সে ক্ষন ছোট- তবু ও তা সু-মুধুর।

 
দক্ষিনা বাতাসের মৃদু কম্পন
গাছের শাখায় কিছু স্পন্দন,
গুনছি আমি শেষ নিঃশ্বাসের প্রহর।
দেবদূত আজ আসবে আমায় নিতে নাইওর।

 
খেলেছি আমরা বহু লুকোচুরি খেলা
করো না বন্ধু আমায় আজ অবহেলা
থাক সাথে যতক্ষন আছে এ দেহে প্রাণ
চলে যেও তুমি সেই চেনা পথে,
হলে আমার জীবনের আবসান ।

( কবিতাটি “নারী ও স্বদেশ” বইয়ে প্রকাশিত)।

আরও পড়ুন
পাঠক কলাম বিভাগের সর্বাধিক পঠিত