ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১
Breaking:
ঢাকায় ভিসা সেন্টার চালু করেছে চীনা দূতাবাস     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  বিরাজমান তাবদাহ অব্যাহত থাকতে পারে        স্থিতিশীল সরকার থাকায় দেশে উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের        বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির        বাংলাদেশ ও কাতারের মধ্যে ৫টি চুক্তি এবং ৫টি সমঝোতা স্মারক সই     
৩৩৫৯

পাঁচবিবি উপজেলায় মনোনয়ন প্রত্যাশী মির শহীদ মণ্ডলের ছেলে মুন্না

জেলা প্রতিনিধি-রায়ান নূর

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০১৯  

জয়পুরহাটের প্রখ্যাত ভাষা সৈনিক,মুক্তিযুদ্ধের সংগঠক ও কৃষক আন্দোলনের নেতা মির শহীদ মণ্ডলের বড় ছেলে মুনিরুল শহীদ মুন্না ৷

জয়পুরহাটের প্রখ্যাত ভাষা সৈনিক,মুক্তিযুদ্ধের সংগঠক ও কৃষক আন্দোলনের নেতা মির শহীদ মণ্ডলের বড় ছেলে মুনিরুল শহীদ মুন্না ৷

জয়পুরহাট প্রতিনিধি: জাতীয় নির্বাচনের পর জয়পুরহাটে এখন উপজেলা নির্বাচনের আমেজ ৷  জয়পুরহাটের পাঁচবিবি  উপজেলায় মনোনয়ন প্রত্যাশী হয়েছেন জয়পুরহাটের প্রখ্যাত ভাষা সৈনিক,মুক্তিযুদ্ধের সংগঠক ও কৃষক আন্দোলনের নেতা মির শহীদ মণ্ডলের বড় ছেলে মুনিরুল শহীদ মুন্না ৷

বর্তমানে উপজেলা পরিষদ নির্বাচন জয়পুরহাটে ব্যাপক সাড়া না ফেলালেও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছ ৷ এই নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতাও বেড়েছে ৷ জয়পুরহাটে পাঁচটি উপজেলায় চলছে মনোনয়ন প্রত্যাশীদের জনসংযোগ ৷ দীর্ঘদিন পর গত এক দশক ধরে জয়পুরহাটে আওয়ামীগের ভিত ক্রমেই শক্ত হয়েছে ৷ একাদশ সংসদ নির্বাচনে জয়পুরহাটের দুটি আসনই এখন আওয়ামীলীগের দখলে ৷ এরপর উপজেলা নির্বাচন তাই নানা কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সকলের কাছে ৷ হেভিওয়েট প্রার্থীরা উপজেলা নির্বাচনেও তাদের সক্ষমতা দেখাবে তৃণমূল আওয়ামীলীগে চলছে এমনই গুঞ্জন ৷  

জয়পুরহাট আওয়ামীলীগে একসময় মাঠকাপানো ব্যক্তি মির শহীদ মণ্ডল ছিলেন জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি,বায়ান্নর ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও কৃষক নেতা ৷ এতদিন তার পরিবার আলোচনার বাইরে ছিল ৷ হঠাৎ করে তাঁর বড় ছেলে পাঁচবিবি উপজেলা নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হলে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয় ৷

বর্তমানে জয়পুরহাট উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে জামায়াত-বিএনপির কোন প্রার্থী আপাতত দেখা না গেলেও আ.লীগের রয়েছে একাধিক মনোনয়ন প্রত্যাশী।

মির শহীদ মণ্ডলের বড় ছেলে মুনিরুল শহীদ মুন্না বর্তমানে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাটের একজন হেভিওয়েট নেতা ৷ 

প্রখ্যাত নেতা মির শহীদ মণ্ডলের সুখ্যাতি তিনি ধরে রাখবেন এমন প্রত্যাশা ত্যাগী নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ৷ মুনিরুল শহীদ মুন্না ইতোমধ্যেই জনসংযোগ শুরু করেছেন পাঁচবিবির প্রত্যন্ত অঞ্চলে ৷ 

তিনি জনসংযোগ ও নেতা কর্মীদের সংগঠিত করছেন ধরঞ্জি,বাগজানা,ফিচকা,সালাইপুর,পাটাবকা মধ্যপাড়া,কুসম্বা ও বটতলী বাজার সহ নানা জায়গায় ৷ পাঁচবিবি উপজেলায় চলছে এখন নির্বাচনী আমেজ ৷ তিনি মনে করেন সরকার তার ঐতিহ্যবাহী পরিবারের সততা, সুনাম ও দক্ষতা দেখে তাকেই চূড়ান্ত মনোনয়ন দেবেন, এমনই প্রত্যাশা তার ও এলাকাবাসীর ৷

 

মুক্তআলো২৪.কম/১৫ জানুয়ারি২০১৯/রায়ান নূর

 

আরও পড়ুন
জেলা খবর বিভাগের সর্বাধিক পঠিত