ঢাকা, ০২ অক্টোবর, ২০২৫ || ১৭ আশ্বিন ১৪৩২
Breaking:
বিএনপি আমার সঙ্গে যে অবিচার করেছে: ফজলুর রহমান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  দুর্ব্যবহারের অভিযোগে সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের, এনসিপির দুঃখ প্রকাশ        তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি : হুমায়ুন কবীর     
৪২৮২

প্লাবন্তী জামান ইতি’র একটি প্রেমের কবিতা মুক্ত

প্লাবন্তী জামান ইতি

প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮   আপডেট: ১০ অক্টোবর ২০১৮

প্লাবন্তী জামান ইতি

প্লাবন্তী জামান ইতি

তুমি আমায় নাকি মুক্ত করেছো?
তোমার ভালোবাসার বাঁধন হতে,
তবে আমি তোমাতে কেনো আঁকড়ে আছি
লুকিয়ে স্বপ্ন দেখছি তোমার মাঝে।
 
তোমার দেহের সুগন্ধে
আমায় গ্রাস করছে প্রাকৃতিক রুপে,
আমি হারিয়েছি তোমার ভালোবাসাতে।
তাই তো তুমি যেখানে মুক্ত করছো,
সেখানে আমি পাচ্ছি পায়ের বেড়ি।
তুমি আমায় নাকি মুক্ত করেছো??
 
তোমার ভালোবাসার বাঁধন হতে,
আমি কেনো তবে ভালোবাসা মরি
দুই হাত বাড়িয়ে তোমায় ইশারা করি।

মুক্ত করে ফিরবে তুমি জানি
শুধু বৃথায় কষ্ট করছি আমি,
তোমার এই বহুরুপী ভালোবাসা
এই দু`চোখে জল ভাসাবে জানি।

আমার দু`চোখের জল বৃথাই
মুক্ত প্লাবন ধারায় তোমার ভালোবাসার এক ইশারা
মুক্ত করে ও আমায় যুক্ত করেছো তোমার ভালোবাসা বাঁধন ধারায়।

 

 

মুক্তডানা বিভাগের সর্বাধিক পঠিত