ঢাকা, ১৩ মে, ২০২৫ || ২৯ বৈশাখ ১৪৩২
Breaking:
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  আওয়ামী লীগ কচুর পাতার পানি না : কাদের সিদ্দিকী        আগেই সিদ্ধান্ত নিলে সরকারকে চাপে পড়তে হতো না : মির্জা ফখরুল        সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন     
৭৭

এ বছর নির্বাচন হওয়ার মতো পরিবেশ এখনো হয়নি : রয়টার্সকে নাহিদ

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৬ মার্চ ২০২৫  

এ বছর নির্বাচন হওয়ার মতো পরিবেশ এখনো হয়নি : রয়টার্সকে নাহিদ

এ বছর নির্বাচন হওয়ার মতো পরিবেশ এখনো হয়নি : রয়টার্সকে নাহিদ


জাতীয় নাগরিক পার্টির নেতা ও সদ্য সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, এ বছর দেশে নির্বাচন হওয়া সম্ভব নয়। কারণ নির্বাচন হওয়ার মতো পরিবেশ ও জনগণের পুরোপুরি নিরাপত্তা অন্তর্বর্তী সরকার এখনো নিশ্চিত করতে পারেনি।

বৃহস্পতিবার (৬ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে নাহিদ বলেন, ‌‘গত সাত মাসে আমরা সবাই আশা করেছিলাম রাজনৈতিক ব্যবস্থা, আইন ও শাসন স্বল্পকালীন সংস্কারের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হবে। এটি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত হয়েছে।
কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। বর্তমান আইন-শাসনের পরিস্থিতি এবং রাজনৈতিক ব্যবস্থা বিবেচনায় আমি মনে করি না এ বছর জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে।’

সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এ বছরের শেষ দিকে নির্বাচন আয়োজনের কথা বলেছেন। কিন্তু সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানালেন ভিন্ন কথা।
তবে নির্বাচন যখনই হয়, তখনই জাতীয় নাগরিক পার্টি সেটিতে অংশ নিতে প্রস্তুত আছে বলে জানান নাহিদ। কিন্তু নির্বাচনের আগে ‘জুলাই ঘোষণাপত্রে’ সব রাজনৈতিক দলের ঐকমত্যে পৌঁছানো গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ বলেন, ‘যদি জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা এক মাসের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে পারি, তাহলে আমরা তাৎক্ষণিক নির্বাচনের ডাক দিতে পারব। কিন্তু যদি এতে সময় লাগে তাহলে নির্বাচন বিলম্বিত হতে হবে।

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত