ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২৫ || ১ পৌষ ১৪৩২
Breaking:
দেশজুড়ে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’      আনিস আলমগীরের বিরুদ্ধে মামলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা      জাতির উদ্দেশে ভাষণে সিইসি জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ৩৬ বাংলাদেশিকে নাগরিকত্ব দিল ভারত        বিজয় দিবসে লন্ডনে বিএনপির আলোচনা সভা, থাকবেন তারেক রহমান     
২৭০

নির্বাচন ফেব্রুয়ারিতে হতেই হবে : সেলিমা রহমান

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২০ জুলাই ২০২৫  

নির্বাচন ফেব্রুয়ারিতে হতেই হবে : সেলিমা রহমান

নির্বাচন ফেব্রুয়ারিতে হতেই হবে : সেলিমা রহমান


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘নির্বাচন ফেব্রুয়ারিতে হতেই হবে। নির্বাচনের পূর্বে যতটা সম্ভব সংস্কার হবে। কিন্তু নির্বাচনের পরে পার্লামেন্টে বসে আমাদের সংস্কারের অঙ্গীকার বাস্তবায়ন করব। 

তিনি বলেন, প্রধান উপদেষ্টা যে কথা দিয়েছেন তা করতেই হবে। পাশাপাশি খেয়াল রাখতে হবে, মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করে ঘরে ফিরে গেলেও আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ছিনিয়ে নিয়েছিল। ’২৪ এর অভ্যুত্থান একই দিকে যাচ্ছে। 

রবিবার ‘২০২৪-পরবর্তী রাজনৈতিক সংকট এবং নির্বাচন-পূর্ব সহিংসতা মোকাবেলায় আমাদের ভূমিকা’ শীর্ষক এক সংলাপে এসব কথা বলেন সেলিমা রহমান।

জাতীয় সংলাপের আয়োজন করে স্কুল অফ লিডারশিপ ইউএসএ। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান বলেন, দেশের মানুষের মধ্যে শেখ হাসিনা লোভ, চাঁদাবাজি ও দখলদারির বীজ রোপন করে গেছে। আজকে যারা বিভিন্ন মিটিংয়ে বক্তব্য রাখছে তা কোনো সহনশীলতার পর্যায়ে থাকে না। যেগুলো শেখ হাসিনাও করেছিল। 

রাষ্ট্র গঠনে বিএনপির দায় রয়েছে মন্তব্য করে তিনি বলেন, মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করে প্রত্যেকে ঘরে ফিরে গেছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ছিনিয়ে নিয়েছিল। কিন্তু ’২৪ এর আন্দোলনের চেতনা নিয়েও আমরা দেখছি ব্যবসা শুরু হয়েছে। তবে আহ্বান করব ’২৪ এর চেতনা নিয়ে যেন কোনো ব্যবসা করা না হয়।

এছাড়াও আলোচনায় সভায় অংশ নেন যুগপৎ আন্দোলনের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পারভেজ রেজা কাকন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন স্কুল অফ লিডারশিপের ফাউন্ডার প্রেসিডেন্ট ড. নয়ন ভাঙ্গালি। এ সময় স্পার্ক নামক একটি নতুন উইং চালু করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যারিস্টার মইন ফিরোজী প্রমুখ। 







মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত