ঢাকা, ২৩ জুলাই, ২০২৫ || ৮ শ্রাবণ ১৪৩২
Breaking:
সচিবালয়ে ভাঙচুর-হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা      জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪৪ জনের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক      স্থগিত এইচএসসির পরীক্ষা হবে ১৭ ও ১৯ আগস্ট      রাজনৈতিক সরকার না থাকলে সমস্যা বাড়তে থাকে : ফখরুল     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  রাজনৈতিক সরকার না থাকলে সমস্যা বাড়তে থাকে : ফখরুল        নির্বাচন কমিশনের স্বাধীনতা সংবিধানে লেখা থাকা যথেষ্ট নয় : সালাহউদ্দিন     
৪২

রাজনৈতিক সরকার না থাকলে সমস্যা বাড়তে থাকে : ফখরুল

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫  

রাজনৈতিক সরকার না থাকলে সমস্যা বাড়তে থাকে : ফখরুল

রাজনৈতিক সরকার না থাকলে সমস্যা বাড়তে থাকে : ফখরুল

রাজনৈতিক সরকার না থাকলে দেশে সমস্যা বাড়তে থাকে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি সর্বদা দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি স্থায়ী সরকার গঠনের পক্ষে।

বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা বলেন। উত্তরায় বিমান দুর্ঘটনার পর সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্নের জবাবে ফখরুল বলেন, এই সরকারের সবচেয়ে বড় সমস্যা হলো- তাদের অভিজ্ঞতার অভাব।
কিছু মানুষের ইগোও কাজ করে। রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে যারা আগে সরকারে ছিল, তাদের অভিজ্ঞতা আছে। তাদের সঙ্গে পরামর্শ করলে ভালো হতো। তবে তিনি সরকারের আন্তরিকতায় কোনো ঘাটতি দেখছেন না বলেও মন্তব্য করেন।একই সঙ্গে বিএনপি মহাসচিব অন্তর্বর্তী সরকারের দুর্বলতাকে বড় করে না দেখে তাদের স্বদিচ্ছা ও প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। 
রাজনৈতিক দলগুলোর মধ্যে বাকবিতণ্ডা প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, এগুলো রাজনীতির অংশ। প্রতিপক্ষকে কথায় ঘায়েল করার চেষ্টা থাকবেই। এতে চিন্তিত হওয়ার কিছু নেই।
রাজনীতি থাকলেই দেশের উন্নতি হয়। গণতন্ত্রে সবাইকে কথা বলার সুযোগ দিতে হবে। তবেই ভালো সমাধান আসবে।

এক ব্যক্তির দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীত্ব একসঙ্গে না রাখার প্রস্তাব সম্পর্কে তিনি বলেন, এটি একটি প্রস্তাব মাত্র। আলোচনা চলছে।সব দলের মতামত নেওয়া হচ্ছে। আলোচনার মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।







মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত