ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৫ || ২ অগ্রাহায়ণ ১৪৩২
Breaking:
ডিএমপি কমিশনার :গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপ করলে গুলির নির্দেশ      গণভোট নিয়ে সরকারকে জনমনের সংশয় দূর করতে হবে : গোলাম পরওয়ার      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৩৯     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  জনগণের ভোটাধিকার নিশ্চিত করা গেলে দেশে শান্তি ফিরে আসবে: কাদের সিদ্দিকী        শেখ হাসিনার রায় ঘিরে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল     
২৬৬৯

সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে বিচার বিভাগ

মুক্তআলো২৪.কম অনলাইন

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৪  

বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন

বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন

আজ রবিবার দুপুরে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে চলতি সংসদের বৈধতা যখন প্রশ্নবিদ্ধ সে সময় সংবিধান সংশোধন করে বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদকে দেওয়া হয়েছে। এতে বিচার বিভাগ বর্তমান সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে। তিনি বলেন, সংবিধান সংশোধনের কারণে বিচারকগণ দলীয় রাজনৈতিক চাপে থাকার কারণে স্বাধীনভাবে বিচার কাজ পরিচালনা করতে পারবেন না। বিচার বিভাগ যদি রাজনৈতিক নিয়ন্ত্রণে চলে যায় তাহলে বিচারপ্রার্থীরা ন্যায়বিচার পাবেন না। বিচার বিভাগের ওপর তাদের আস্থাও থাকবে না।
বার কাউন্সিল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে কাউন্সিলের সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সানা উল্লাহ মিয়া ও গোলাম মোস্তফা খান উপস্থিত ছিলেন। এর আগে বিচার বিভাগের বর্তমান অবস্থা নিয়ে শনিবার সারা দেশের আইনজীবী সমিতির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওই সময় সংবিধানের ষোড়শ সংশোধনীর প্রতিবাদে ২২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টসহ সারা দেশের আদালত বর্জনের ঘোষণা দেয় বাংলাদেশ বার কাউন্সিল। একই সঙ্গে রবিবার সারা দেশে কালো পতাকা মিছিল করারও ঘোষণা দেয় সব আইনজীবী সমিতির সদস্যরা।

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত