ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৫ || ২৬ ভাদ্র ১৪৩২
Breaking:
যেদিন রাস্তায় নামব, সেদিন বন্দুকও কিছু করতে পারবে না : কাদের সিদ্দিকী      কাঠমান্ডুতে সংঘর্ষে নিহত বেড়ে ১৪, কারফিউয়ের আওতা বাড়ল      নুরকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ডাকসুতে প্রায় ৮০ শতাংশ ভোট কাস্ট : নির্বাচন কমিশন     
১২৯

গোপালগঞ্জে কারফিউ রাত ৮টা থেকে আরও ১০ ঘণ্টা বলবৎ থাকবে

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫  

গোপালগঞ্জে কারফিউ রাত ৮টা থেকে আরও ১০ ঘণ্টা বলবৎ থাকবে

গোপালগঞ্জে কারফিউ রাত ৮টা থেকে আরও ১০ ঘণ্টা বলবৎ থাকবে


আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ১৪ ঘণ্টা শিথিল থাকার পর স্থানীয় প্রশাসন গোপালগঞ্জ জেলায় চলমান কারফিউ আরও ১০ ঘণ্টা বৃদ্ধি করেছে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ কামরুজ্জামান আজ জারি করা এক সরকারি আদেশে জানিয়েছেন, ‘আজ রাত ৮টা থেকে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।’ 

এর আগে বৃহস্পতিবার রাতে জারি করা আরেকটি আদেশে, জেলা প্রশাসন আজ সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪ ঘণ্টার জন্য গোপালগঞ্জ জেলায় চলমান কারফিউ শিথিল করে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, আইন প্রয়োগকারী সংস্থাগুলির সাথে পরামর্শ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করার পর কারফিউ সম্পর্কে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

গোপালগঞ্জ জেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক পথসভায় হামলার পর ১৬ জুলাই রাত ৮টা থেকে ১৭ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথমে কারফিউ জারি করা হয়।

দ্বিতীয় পর্যায়ে, ১৭ জুলাই সন্ধ্যা ৬টা থেকে ১৮ জুলাই সকাল ১১টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। তিন ঘন্টার বিরতি (১৮ জুলাই সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত) দিয়ে ১৮ জুলাই দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ পুনরায় জারি করা হয়।

পরবর্তীতে, তৃতীয় পর্যায়ে শুক্রবার রাত ৮টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়।









মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত