ঢাকা, ২৩ জুলাই, ২০২৫ || ৮ শ্রাবণ ১৪৩২
Breaking:
সচিবালয়ে ভাঙচুর-হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা      জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪৪ জনের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক      স্থগিত এইচএসসির পরীক্ষা হবে ১৭ ও ১৯ আগস্ট      রাজনৈতিক সরকার না থাকলে সমস্যা বাড়তে থাকে : ফখরুল     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  রাজনৈতিক সরকার না থাকলে সমস্যা বাড়তে থাকে : ফখরুল        নির্বাচন কমিশনের স্বাধীনতা সংবিধানে লেখা থাকা যথেষ্ট নয় : সালাহউদ্দিন     
১০০

নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফেরানোর আহ্বান সেলিমা রহমানের

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৫  

নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফেরানোর আহ্বান সেলিমা রহমানের

নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফেরানোর আহ্বান সেলিমা রহমানের


জনগণের আস্থা ফেরাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ‘আপনি শান্তির প্রতীক হয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন।’

সোমবার (১৭ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে সারা দেশে ধর্ষণকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিলও করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান বলেন, ‘আমরা এমন একটি সমাজে বসবাস করছি, যে সমাজে নারীরা নিরাপদ নন, যে দেশে কথায় কথায় ধর্ষণ হয়।
ফ্যাসিস্ট সরকারের আমলে নারী ও শিশুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও নারী, শিশুরা কেন এখন নিরাপত্তাহীনতায় ভুগছে? ফ্যাসিস্ট সরকারের আমলে ধর্ষকদের কোনো বিচার হতো না। যারা গুম-খুন হত্যা করছিল তারাই ধর্ষণের সঙ্গে জড়িত ছিল। গত চার বছরে ৭ হাজার শিশুসহ ৪৩ হাজার নারী ধর্ষিত হয়েছে।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহানা আক্তার সানু, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের আহ্বায়ক রুমা আক্তার, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব রুনা লায়লা প্রমুখ।








মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত