ঢাকা, ২৩ জুলাই, ২০২৫ || ৮ শ্রাবণ ১৪৩২
Breaking:
সচিবালয়ে ভাঙচুর-হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা      জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪৪ জনের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক      স্থগিত এইচএসসির পরীক্ষা হবে ১৭ ও ১৯ আগস্ট      রাজনৈতিক সরকার না থাকলে সমস্যা বাড়তে থাকে : ফখরুল     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  রাজনৈতিক সরকার না থাকলে সমস্যা বাড়তে থাকে : ফখরুল        নির্বাচন কমিশনের স্বাধীনতা সংবিধানে লেখা থাকা যথেষ্ট নয় : সালাহউদ্দিন     
১২৬

রবিবার সংস্কার প্রস্তাবনা দেবে বিএনপি

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২০ মার্চ ২০২৫  

রবিবার সংস্কার প্রস্তাবনা দেবে বিএনপি

রবিবার সংস্কার প্রস্তাবনা দেবে বিএনপি


আগামী রবিবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সংস্কার প্রস্তাবনা দিতে যাচ্ছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
এর আগে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সকালে ১১টায় এই বৈঠক শুরু হয়ে ১২ টায় শেষ হয়।

বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সনের পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ।

সংবাদ সম্মেলনে আমীর খসরু বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও বৈদেশিক নানা বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয়েছে।
সংস্কার কমিশনের যে ঐক্যমত সৃষ্টির চেষ্টা চলছে, তা নিয়েও আলোচনা হয়েছে। এখানে কারো দ্বিমত আছে। আমরা মনে করি, যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের দ্বিমত থাকার কথা না। 

তিনি আরো বলেন, সংস্কার বিষয়ে যেখানে ঐক্যমত হবে সেটা নিয়ে আমরা সামনে এগিয়ে যাবো।আর যেসব বিষয়ে ঐক্যমত হবে না, সেটা সাংবিধানিক হোক, নির্বাচনকেন্দ্রীক হোক বা অন্য যেকোনো বিষয়েই হোক আমরা সেটা প্রতিটি দল নির্বাচনের সময় জনগণের কাছে নিয়ে যাব। তাদের সামনে উপস্থাপন করব। তারপর নির্বাচিত হয়ে সংসদে এসে আলোচনা, তর্ক-বিতর্কের পর তা পাশ হবে। আমাদের আলোচনাটা মোটামুটি এভাবেই হয়েছে। 







মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত