ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১
Breaking:
ঢাকা ও ব্যাংকক পাঁচটি দ্বিপাক্ষিক নথি স্বাক্ষর করেছে     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্যের বিস্তৃতি মোকাবেলার কৌশল নিয়ে বাংলাদেশ-মরিশাস আলোচনা        শহীদ শেখ জামালের জন্মদিন আগামীকাল        ক্ষমতার জন্য বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে : ওবায়দুল কাদের     
১১০০

পিসিপির ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে

আবার সংগ্রাম শুরু করবে : সন্তু লারমা

এম.নাজিম উদ্দিন, রাঙামাটি থেকেঃ

প্রকাশিত: ২৩ মে ২০১৪   আপডেট: ২ জুলাই ২০১৪

সন্তু লারমা।ছবিঃমুক্তআলো২৪.কম

সন্তু লারমা।ছবিঃমুক্তআলো২৪.কম

 যে ভাবে সংগ্রাম করে পার্বত্য শান্তি চুক্তি সম্পাদনে সরকারকে বাধ্য করা হয়েছিলো চুক্তি বাস্তবায়নের প্রয়োজনে পাহাড়ের জুম্ম জনগণ আবারে সেভাবে সংগ্রাম শুরু করবে বলে সরকারকে হুঁশিয়ারী দিয়েছেন পার্বত্য চট্রগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমাওরফে(সন্তু লারমা)| তিনি বলেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন না হলে পাহাড়ের জনগণকে দমিয়ে রাখা যাবে না বলে তিনি মন্তব্য করেন।

তিনি দীর্ঘ ১৭ বছরেও পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ায়  প্রকাশ করে বলেন,আওয়ামীলীগ চুক্তি করার পর ১৭ বছরের মধ্যে ৯ বছর রাষ্ট্র মতায় ছিলো কিন্তু তারা চুক্তি বাস্তবায়নে পার্বত্য জুম্ম জনগণকে যে কথা দিয়েছিলো সে কথা রাখেনি। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, আপনি চুক্তি বাস্তবায়ন না করে পাহাড়ি জনগণের সাথে প্রতারণা করে পার পাবেন না।পাহাড়ি জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না।

মঙ্গলবার সকালে রাঙামাটি শহরের জিমনেশিয়াম চত্বরে পাহাড়ি ছাত্র পরিষদের ২৫ তম বর্ষপুর্তি উপলে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারম এসব কথা বলেন। পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি ত্রিজিনাদ চাকমার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ ভট্টাচার্য,পার্বত্য রাঙামাটির ২৯৯ নং আসনের সংসদ সদস্য উষাতন তালুকদার এমপি,ঢাকা বিশ্ব বিদ্যালয়ের গণ যোগাযোগ বিভাগের অধ্যাপক ড.রোবায়েত ফেরদৌস,চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক নাছির উদ্দিন, ছাত্র মৈত্রির কেন্দ্রীয় সভাপতি বাপ্পা দিত্য বসু, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জি এম জিলানী, জেএসএসের কেন্দ্রীয় সদস্য কেএসমং মার্মা, মহিলা সমিতির সভানেত্রী জরিতা চাকমা, পিসিপির সাংগঠনিক সম্পাদক কোয়েন চাকমা।

বিশেষ অতিথির বক্তব্যে এম পি উষাতন তালুকদার বলেন, সরকার আঞ্চলিক পরিষদ ও পার্বত্য জেলা পরিষদকে পাশ কাটিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে যা পার্বত্য চুক্তির লঙ্ঘন। সরকার পাহাড়ের মানুষের উপর তার সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। এখানকার মানুষের মতামত না নিয়ে রাঙামাটি মেডিক্যাল কলেজ বিশ্ব বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিচ্ছে। পাহাড়ের মানুষ মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয় চায় না তারা তাদের ভুমি ওনিয়ন্ত্রন অধিকার চায়। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন জোর করে রাঙামাটি মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিলে পরিনতি ভাল হবে না। এর জন্য সরকারকে দায়ী থাকতে হবে। তিনি সারা দেশে খুন, গুম, হত্যা, অপহরণ ও নারীর প্রতি সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন এভাবে দেশ চলতে পারে না।

গণফোরামের প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ ভট্টাচার্য বলেন, বাংলাদেশে আদিবাসী নির্মূলের অভিযান শুরু হয়েছে। পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশের আদিবাসীদের ভমি থেকে উচ্ছেদ করে তাদের অস্তিত্ব হুমকিতে ফেলা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের ভূমি সেনা বাহিনীর সাবেক কর্মকর্তাদের দখলে চলে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। এসব করছে পাকিস্তান গোয়েন্দা সংস্থা আইএসআই,আল কায়দা,তালেবান মার্কিন সাম্রাজ্যবাদ গোষ্টি। তিনি আরো বলেন নারায়নগঞ্জ ঘটনায় প্রমানিত হয় টাকায় রাষ্ট্র বিক্রি হয়। আজ রাষ্ট্রীয় সংস্থা র্যাব কাঠগড়ায়। শুধু র্যাব নয় পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনীকেও জবাব দিহীতার আওতায় আনা দরকার বলে তিনি মন্তব্য করেন।  সমাবেশ শেষে একটি র্যার্লী রাঙামাটি শহরের প্রধান সড়ক প্রদনি করে পৌরসভা চত্বরে শেষ হয়ে। 

-এম.নাজিম উদ্দিন,রাঙামাটি থেকে।

আরও পড়ুন
পাঠক কলাম বিভাগের সর্বাধিক পঠিত