মেজরিটি-মাইনোরিটি মানি না, সবাই দেশের গর্বিত নাগরিক:জামায়াত আমির
মুক্তআলো২৪.কম

মেজরিটি-মাইনোরিটি মানি না, সবাই দেশের গর্বিত নাগরিক : জামায়াত আমির
আমরা এ দেশে মেজরিটি-মাইনোটিরি মানি না, বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে তারা সবাই দেশের গর্বিত নাগরিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ বুধবার দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতের জনসভায় এ মন্তব্য করেন তিনি।
নাগরিকদের ভাগ-বাটোয়ারা করার পক্ষে জামায়াতে ইসলামী নয় মন্তব্য করে তিনি বলেন, ‘তবে কেউ যেন খোঁচাখুঁচি বা সুড়সুড়ি না দেয়। আমরা এটি ঘৃণা করি।
কেউ এমন করলে ওই সম্প্রদায়ের মানুষের উচিত তাকে থামিয়ে দেওয়া। বিশেষ করে মুসলমান ভাইদের বলব, অন্য ধর্মের মানুষদের কষ্ট দেবেন না। যারা এ দেশকে মেজরিটি-মাইনোরিটি করে রেখেছিলেন তারাই মাইনোরিটিদের জীবনের সবচেয়ে বেশি ক্ষতি করেছে।’
১৯৭২ সালের পর থেকে এখন পর্যন্ত মাইনোরিটিদের যত ক্ষতি হয়েছে সেসব ঘটনার শ্বেতপত্র প্রকাশ করতে বর্তমান সরকারপ্রধান ও জাতিসংঘকে আহ্বান জানান জামায়াত আমির।
ভারতের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘ভারতসহ দুনিয়ার সব দেশ আমরা সবাই বিশ্বসভার সদস্য। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। আমরা আমাদের প্রতিবেশীদের কষ্ট দিতে চাই না। আমাদের প্রতিবেশীও যেন আমাদের ওপর এমন কিছু চাপিয়ে না দেয়, যা বাংলাদেশের মানুষের জন্য অপমানকর।
যদি এমন কিছু তারা করেন তাহলে দেশের স্বার্থে ভূমিকা পালন করতে আমরা সেদিন কারো চোখের দিকে তাকাব না।’
তিনি বলেন, যেসব এলাকা এর আগে বঞ্চিত হয়েছে সরকারে গেলে তারা তাদের পাওয়া আগে পাবে। অন্য এলাকায় বঞ্চিত হবে না। তারাও তাদের ন্যায্য হিস্যা পাবে। আমরা বাংলাদেশকে মানবিক বাংলাদেশ গড়তে চাই, আমরা দেশকে গডফাদারের বাংলাদেশ দেখতে চাই না, মাফিয়াতন্ত্রের বাংলাদেশ দেখতে চাই না।
ফ্যাসিবাদের বাংলাদেশ দেখতে চাই না।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, জাগপার চেয়ারম্যান ব্যারিস্টার তাসমিয়া প্রধান, পঞ্চগড় জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইনসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও পঞ্চগড়ের জামায়াত-শিবিরের নেতারা বক্তব্য দেন।
মুক্তআলো২৪.কম
- পাবনা ১
জনপ্রিয়তার শীর্ষে এ্যাড.শামসুল হক টুকু এমপি - আওয়ামী লীগের সংসদীয় দলের সভা বুধবার
- বিচার চাইলেন মেয়ে খালেদ মোশাররফ হত্যার
- বাংলার কৃষক-শ্রমিক-মেহনতী জনতার সাথে নৌকা কখনো বেঈমানী করে নাই:
- শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত : হাছান মাহমুদ
- দেশের উন্নতিতে ঈর্ষান্বিত খালেদা জিয়া : রেলমন্ত্রী
- জোটে পাল্টাপাল্টি বহিষ্কার বিএনপি-জামায়াত টানাপড়েন
- পাল্টা কমিটি ঘোষণা শ্রমিক দলের বিদ্রোহীদের
- প্রচার হয়নি সরকারের উন্নয়নের খবর: গওহর রিজভী
- বিএনপি বিলীন হয়ে যাবে আগামী নির্বাচনের আগেই: এরশাদ
- ফের জামায়াতের হরতাল রোববার সকাল থেকে !
- সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে বিচার বিভাগ
- কোন অন্যায় করেননি বঙ্গবন্ধু জয় পাকিস্তান বললেও :মান্না
- কোনো ভূমিকা নেই মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের
- শ্রমিক ছাঁটাই থেকে বিরত থাকুন: ওবায়দুল কাদের