যে যুক্তিতে প্রতীক তালিকায় ‘নৌকা’ রাখছে ইসি
মুক্তআলো২৪.কম

যে যুক্তিতে প্রতীক তালিকায় ‘নৌকা’ রাখছে ইসি
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকলেও নৌকা প্রতীক তালিকায় বহাল থাকছে জানিয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, প্রতীক কখনও নিষিদ্ধ হয় না।
“দল বিলোপ ঘোষণা করলেও প্রতীক সংরক্ষণে রাখা হয়, প্রতীকের মালিক নির্বাচন কমিশন।”
নিবন্ধনপ্রতাশী নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নৌকা প্রতীক সংরক্ষণে না রাখার দাবি তোলার পর রোববার নির্বাচন কমিশনের এ প্রতিক্রিয়া এল।
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বিধিমালার খসড়া পাঠানো ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে।
জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহালের পর দাঁড়িপাল্লা প্রতীক ওই তালিকায় যুক্ত করা হয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকলেও নৌকা প্রতীক সেখানে বহাল রয়েছে। কিন্তু এনসিপি ও নাগরিক ঐক্যের চাওয়া শাপলা সেখানে রাখা হয়নি।
অভ্যুত্থানের শরিক বিভিন্ন পক্ষের দাবিতে সরকার আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারির পর দলটির নিবন্ধন স্থগিত করে ইসি।
যতক্ষণ আওয়ামী লীগের বিষয়ে সরকারের অন্য কোনো সিদ্ধান্ত বা আদালতের কোনো নির্দেশনা না আসবে, ততক্ষণ পর্যন্ত নৌকা প্রতীক তালিকায় রাখা যাবে না বলে দাবি করেছে এনসিপি।
পাশাপাশি নিবন্ধন পেলে দলটির জন্য প্রতীক বরাদ্দের জন্য তালিকায় শাপলা যুক্ত করার আবেদন করেছে তারা।
পার্টির একটি প্রতিনিধি দল রোববার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানিয়েছে।
জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল জানান, নিবন্ধন স্থগিত থাকলেও নৌকা ইসির প্রতীক তালিকায় বহাল থাকবে।
“নৌকা প্রতীক তো একটা পার্টির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে; প্রতীক তো নির্বাচন কমিশনের। দলটির নামে যখন অ্যালটমেন্ট বা অ্যালোকেশন করা হয়েছে; দল তো বাতিল হয়নি। পার্টি তো আছে। পার্টি যদি বাতিলও হয়, প্রতীক তো বাতিল হবে না।”
সিইসির সঙ্গে এনসিপি প্রতিনিধি দলের বৈঠকের পর নির্বাচন ভবনে ব্রিফিংয়ে দলটির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, “আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকা অবস্থায় নৌকাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। আমরা এ বিষয়টি ইসির নজরে এনেছি। আইনগতভাবে নৌকাকে প্রতীক তালিকায় রাখতে পারে না ইসি।”
তবে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলছেন, নৌকা প্রতীক নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিল থেকে বাদ যাবে না।
“প্রতীক তো নির্বাচন কমিশনের। দলটির নামে যখন অ্যালটমেন্ট বা অ্যালোকেশন করা হয়েছে; দল তো বাতিল হয়নি। পার্টি তো আছে। পার্টি যদি বাতিলও হয়, প্রতীক তো বাতিল হবে না।”
প্রতীক ইসির সংরক্ষণে থাকে জানিয়ে এ নির্বাচন কমিশনার বলেন, কোনো রাজনৈতিক দল বিলোপ ঘটলেও (ডিজলভ) তার প্রতীক নিয়ে প্রশ্ন ওঠে না।
“পার্টি বিলোপ হলেও প্রতীক ইসির কাছে থাকবে; এটা আবার আরেকজনের নামে বরাদ্দ হবে। আমরা প্রতীক বাদ দেব না।”
২০০৮ সালে রাজনৈতিক দল নিবন্ধন প্রথা চালু হলে দলের নামে প্রতীক সংরক্ষিত করে ইসি।
বর্তমানে জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহার করার জন্য নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীর ৬৯টি প্রতীক সংরক্ষিত রয়েছে।
এরমধ্যে দলের নিবন্ধন বাতিল হওয়া প্রতীকগুলো রয়েছে তালিকায়; এমন চারটি প্রতীক বাঘ, চাবি, কুড়াল ও হুক্কা।
নৌকা প্রতীকও ইসির প্রতীক তালিকা থেকে বাদ না দেওয়ার যুক্তি তুলে ধরে এ নির্বাচন কমিশনার বলেন, “আমাদের অবস্থান আইনের অবস্থান। ফ্রিডম পার্টি বোধহয় এখন অস্তিত্ব নেই; কিন্তু প্রতীক থাকবে। প্রতীকের মালিক নির্বাচন কমিশন। আমরা অ্যালট করি, দলটির নামে অ্যালট হয়ে গেলে তা ব্যবহার করবে। পার্টি ডিজলভ যদি হয়, প্রতীক ডিজলভ হবে না। এটা লজিক্যাল।”
এনসিপির দ্বিতীয় আবেদনের বিষয়ে পরে সিদ্ধান্ত
নিবন্ধন প্রত্যাশী এনসিপি ২২ জুন দলীয় প্রতীক হিসেবে শাপলার জন্যে আবেদন করে। পাশাপাশি কলম ও মোবাইল প্রতীকের কথাও তারা জানায়।
এর আগে নিবন্ধিত নাগরিক ঐক্য ১৭ জুন তাদের মার্কা কেটলির পরিবর্তে শাপলা চেয়ে আবেদন করে।
কিন্তু শাপলা জাতীয় প্রতীক, এই বিবেচনায় নির্বাচন কমিশন তা নির্বাচনি প্রতীকের তফসিলে রাখেনি।
রোববার শাপলা প্রতীকের জন্য নতুন করে আবেদন করেছে এনসিপি।
দলটির নেতা জহিরুল ইসলাম মুসা বলেছেন, “শাপলাকে তালিকাভুক্ত করার পাশাপাশি এনসিপি নিবন্ধন শর্ত পূরণ করতে পারলে তখন যেন শাপলা প্রতীক বরাদ্দ পায়। কমিশন সাধারণত দরখাস্ত গ্রহণ করে তা বিবেচনা করে থাকে।”
এনসিপি এবার শাপলা পাবে–এমন আশা প্রকাশ করে তিনি বলেন, “ইসি যখন নীতিগত সিদ্ধান্ত নিয়ে আইন মন্ত্রণালয়ে পাঠায়; এরপরে প্রথম দল হিসেবে আমরা শাপলা চেয়ে আবেদন করি। এখন আমাদের অধিকার আগে, শাপলা আমরা পাব আশা করি।”
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “এনসিপি তাদের দাবি জানিয়ে গেছে, (শাপলা) এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। শাপলা প্রতীক নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার এখনও টাইম হয়নি। দলের রেজিস্ট্রেশন হওয়ার পরে তখনকার বিষয়। এর মধ্যে কোনো কিছু করার নেই।”
মুক্তআলো২৪.কম
- পাবনা ১
জনপ্রিয়তার শীর্ষে এ্যাড.শামসুল হক টুকু এমপি - আওয়ামী লীগের সংসদীয় দলের সভা বুধবার
- বিচার চাইলেন মেয়ে খালেদ মোশাররফ হত্যার
- বাংলার কৃষক-শ্রমিক-মেহনতী জনতার সাথে নৌকা কখনো বেঈমানী করে নাই:
- শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত : হাছান মাহমুদ
- দেশের উন্নতিতে ঈর্ষান্বিত খালেদা জিয়া : রেলমন্ত্রী
- জোটে পাল্টাপাল্টি বহিষ্কার বিএনপি-জামায়াত টানাপড়েন
- পাল্টা কমিটি ঘোষণা শ্রমিক দলের বিদ্রোহীদের
- প্রচার হয়নি সরকারের উন্নয়নের খবর: গওহর রিজভী
- বিএনপি বিলীন হয়ে যাবে আগামী নির্বাচনের আগেই: এরশাদ
- ফের জামায়াতের হরতাল রোববার সকাল থেকে !
- সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে বিচার বিভাগ
- কোন অন্যায় করেননি বঙ্গবন্ধু জয় পাকিস্তান বললেও :মান্না
- কোনো ভূমিকা নেই মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের
- শ্রমিক ছাঁটাই থেকে বিরত থাকুন: ওবায়দুল কাদের