ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২৫ || ১ পৌষ ১৪৩২
Breaking:
দেশজুড়ে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’      আনিস আলমগীরের বিরুদ্ধে মামলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা      জাতির উদ্দেশে ভাষণে সিইসি জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  মহান বিজয় দিবস উপলক্ষে পুলিশের ট্রাফিক নির্দেশনা        ৩৬ বাংলাদেশিকে নাগরিকত্ব দিল ভারত        বিজয় দিবসে লন্ডনে বিএনপির আলোচনা সভা, থাকবেন তারেক রহমান     
১৫১

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১১ জুলাই ২০২৫  


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকল বিমান উড্ডয়ন এবং অবতরণ কার্যক্রম স্বাভাবিক ও পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। শুক্রবার (১১ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

এর আগে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৭৩ ফ্লাইটে বোমা আছে— অজ্ঞাত ফোনক থেকে আসা এমন তথ্যের পর বিমানটি তল্লাশি করা হয়। তবে বিমানে কিছুই পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এদিকে বোমা থাকার খবর ছড়িয়ে পড়ার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে বিজি-৩৭৩ ফ্লাইটটি ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল।তবে ফ্লাইট ছাড়ার আগে অজ্ঞাতনামা একটি সূত্র থেকে বোমা থাকার হুমকি আসে। এরপরই বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নেওয়া হয়।
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাৎক্ষণিকভাবে সবাইকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর কালের কণ্ঠকে বলেন, ‘অজ্ঞাত নম্বর থেকে বোমা থাকার তথ্য আসে। সে সময় ফ্লাইটটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাৎক্ষণিকভাবে সবাইকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়।
পরে তল্লাশি করে বিমানে ক্ষতিকারক কিছু পাওয়া যায়নি। তল্লাশি টিমের ক্লিয়ারেন্স পাওয়ার পর বিমানটি আবারও নেপালের উদ্দেশে ছেড়ে যাবে।






মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত