ঢাকা, ১২ জুলাই, ২০২৫ || ২৮ আষাঢ় ১৪৩২
Breaking:
রাসুল (সা.)-এর শেষ জীবনে খাদেম ছিলেন যিনি     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  হত্যা ও মব সন্ত্রাসের বিরুদ্ধে রবিবার বাম জোটের বিক্ষোভ        বাংলাদেশ নিয়ে এখনো একটি অদৃশ্য চক্র ষড়যন্ত্র করছে : তারেক রহমান     
৩৬

হত্যা ও মব সন্ত্রাসের বিরুদ্ধে রবিবার বাম জোটের বিক্ষোভ

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১২ জুলাই ২০২৫  

হত্যা ও মব সন্ত্রাসের বিরুদ্ধে রবিবার বাম জোটের বিক্ষোভ

হত্যা ও মব সন্ত্রাসের বিরুদ্ধে রবিবার বাম জোটের বিক্ষোভ


সম্প্রতি ঢাকায় পিটিয়ে হত্যা, খুলনায় গুলি করে ও রগ কেটে হত্যা এবং চাঁদপুরে মসজিদের মধ্যে খতিবের ওপর নৃশংস হামলা এবং সারা দেশে মব সন্ত্রাসের প্রতিবাদে আগামীকাল রবিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। 

জোটের উদ্যোগে রবিবার (১৩ জুলাই) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। 
আজ শনিবার এক যৌথ বিবৃতিতে বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও সিপিবি’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সিপিবি সভাপতি মো. শাহ আলম, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী প্রমুখ।

বিবৃতিতে তারা বলেন, ‘সারা দেশে এক অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে—এর দায় সরকার এড়াতে পারে না।পুরান ঢাকা, খুলনা এবং চাঁদপুর শুধু নয়, সারা দেশ আজ আতঙ্কের কবলে। সরকার কঠোর হাতে দমন করার কথা বলছেন, আবার উপদেষ্টাদের অনেকে, প্রেস সচিব এসব ঘটনাকে হালকা করে দেখা, আড়াল করা ও কখনো দায় চাপানোর কৌশল নিচ্ছেন। ফলে সন্ত্রাসের ভয়াবহতা বাড়ছে। তাই সাফাই গাওয়া নয়, জানমাল রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।
একইসঙ্গে সচেতন দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়-অবিচার রুখে দাঁড়াতে হবে এবং মব সন্ত্রাস প্রতিরোধসহ জান-মালের রক্ষায় এলাকায় প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বাসদ
প্রকাশ্যে রাস্তায় পাথর দিয়ে সোহাগকে হত্যার পর বিবস্ত্র করে মৃতদেহের ওপর লাফিয়ে লাফিয়ে উন্মত্ত উল্লাস প্রকাশের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।
এক বিবৃতিতে তিনি বলেছেন, সারা দেশ আজ আতঙ্কের কবলে। কঠোর হাতে দমন করার কথা বারবার উচ্চারিত হলেও কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সন্ত্রাসের ভয়াবহতা বাড়ছে।
এসবকে মব, প্রেসার গ্রুপ বা চাঁদাবাজি বলে দায়িত্ব এড়ানো চলবে না। একের পর এক নৃশংস হত্যাকাণ্ড দেখে দেশবাসী আতঙ্কিত। সারা দেশে হত্যা, খুন, সন্ত্রাস, নৈরাজ্য ও মব ভায়োলেন্স বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।  






মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত