ঢাকা, ০৯ মে, ২০২৫ || ২৫ বৈশাখ ১৪৩২
Breaking:
সীমান্তে ৪০-৫০ জন ভারতীয় সৈন্যকে হত্যা করা হয়েছে: পাকিস্তান      অপারেশন সিঁদুরে ‘শতাধিক সন্ত্রাসবাদী নিহত হয়েছে’, দাবি ভারতের     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  বাংলাদেশ এখন একটি অনির্বাচিত, অসাংবিধানিক স্বৈরতান্ত্রিক শাসনের অধীনে চলছে        মধ্যরাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ     
৭৩১৭

মোঃ সরোয়ার জাহান এর কবিতা-‘বৃষ্টির উঠান’

কবি -মোঃসরোয়ার জাহান

প্রকাশিত: ৬ জুন ২০১৪   আপডেট: ২২ জুন ২০১৪

তোমার হৃদয়ে নেই আর
মেঘেদের সংকেত,
অথচ সারাদিন আমার আকাশে
কেমন জলভরা মেঘ ঘোরে,
হাত ধরে ঠিক উঠে চলে যাবো
বৃষ্টির উঠানে,
যদি কাছে আসো,
রাখো হাত পুরনো দিনের মতো,
পাথর হয়ে শুয়ে আছি বৃষ্টির প্রতিক্ষায়!
আমি তো চাই
বৃষ্টি হোক, বৃষ্টি হয়ে যাক্
ভুল হয়ে গেছে,
হয়তো তেমন বাসতে-পারিনি-ভালো !
বিত্তের বিনাশী চাকায়

কালের যাত্রায়
হয়েছে রক্তাক্ত বহুবার
আমাদের ভালোবাসা!
মানবিক স্বভাবে
আমি যা রেখেছি
যত্নে স্বর্গের গোপন ধাপে ধাপে
দিনের শেষ, তোমার চোখের সূর্যাস্তে
আর হবে না কোন দিন
ছায়াছন্নও হবে না আর মেঘে মেঘ বেলা।
=============================

 

বি:দ্র:কবি’র ‘বৃষ্টির উঠান’ কবিতাটি ‘বৃষ্টির উঠান’ কাব্যগ্রন্থে প্রকাশিত, অমর একশে গ্রন্থমেলা ২০১৭।

মুক্তডানা বিভাগের সর্বাধিক পঠিত