ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
Breaking:
আগামী ২৮ এপ্রিল খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ থাকবে অ্যাসেম্বলি     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি        বিএনপি ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : ওবায়দুল কাদের        বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর     
১৬৮৮

ফিরোজ আলম বাবুর দুইটি কবিতা

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১ জুলাই ২০২১  

ফিরোজ আলম বাবু

ফিরোজ আলম বাবু


ব্লু মুন নাইট

আজকের চাঁদটা! 
কেনো যেনো একটু আলাদা দেখেছি, 
বুঝতে পারছিনা কার প্রেমের টানে 
এমন রূপ প্রদর্শন করে চলেছে।

কি মায়াময় জ্যোস্না!
আহা! এই জ্যোস্নায় গা এলিয়ে
বারান্দার গ্রীলে জ্যোৎস্না মেখে 
প্রেমময় হৃদয় চাঁদের প্রেমে পরেছে। 

তবে কি তুমি চাঁদ হয়ে
আজ আমার হৃদয়ে আবাস বুননে
এমন রূপ বিলাতে মেতেছো?
তবে জেনে নাও প্রিয়া
আমার আকাশে আজও
শুধু তুমিই ছড়িয়ে আছো।

অনেক হয়েছে! 
ও মেঘ তুমি চাঁদকে ঢেকে দাও,
মনিকোঠায় জ্যোৎস্না বিলাস
এসো ভালবাসায় নিজেকে রাঙিয়ে নাও।

 

 

 

ইচ্ছে তুমি 

ইচ্ছে করে
যমুনার পারে পাশাপাশি তোমার,
গোধূলি লগ্ন তুমি আমি
থাকবে না কেউ আর।

ইচ্ছে করে
জ্যোৎস্নালোকিত নিশিযাপন কোথাও অদূরে,
লোকালয়হীন নিস্তব্ধ
শুধু দুজনায় ভব ঘুরে।

ইচ্ছে করে
পাহাড়ি ঢালে অপরূপ সৌন্দর্যের মাঝে,
ঝর্ণা হয়ে তোমার বদনে
লুটিয়ে পরি সকাল সাঁঝে।

ইচ্ছে করে
মেঘের উপরে যেথায় তারার বসবাস,
শুকতারা বানিয়ে তোমায়
গড়ে তুলতে মোদের আবাস।



 

 

 

মুক্তআলো২৪.কম

 

মুক্তডানা বিভাগের সর্বাধিক পঠিত