ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
Breaking:
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ইউক্রেনের একটি শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১৮ জন নিহত        বাংলাদেশে গ্রিসের দূতাবাস হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী        প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী        বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল কাদের     
২৪৪৪

কবি মোঃ সরোয়ার জাহান এর কবিতা ‘রীতিনীতি’

কবি মোঃ সরোয়ার জাহান

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২০  

কবি মোঃ সরোয়ার জাহান

কবি মোঃ সরোয়ার জাহান

মি তার মত বহমান,
আমি জীবন্ত,
আমি বাস্তবতার সম্মুখে দাঁড়িয়ে !
মানুষ যাচাইয়ের এই ক্ষণে
তুমিহীনতার বসবাস
এখন কবি দেহে,
তোমাকে নিয়ে ভাববার
অখন্ড সময় নেই কবির !
কবির কবিতা,
কবির দেশ প্রেম,
কবির বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা,
কিংবা তার পরিবারের
প্রতিটি সদস্যের প্রতি ভালোবাসা !
দিনের হিসেবে
ভালোবাসার হিসাব করে না কবি
কোন বিশেষ দিন,
কোন বিশেষ ক্ষণ,
কোন বিশেষ মুহূর্ত,
কোন কিছুই কবির বিশেষত্ব কে
ম্লান করতে পারেনা আর,
এখন ছোট হয়ে যায় না কবি
কোন কিছুতেই !
নিজ মাথা অবনত করতে
ইচ্ছে করে না,
সত্যি ইচ্ছে করে না আর !
তবুও মাঝে মাঝে করতে হয়,
রীতিনীতি কিম্বা কর্মের ,
সম্মানের, বহিরপ্রকাশে!

মানুষকে সম্মান দিলে,
অপরজন তাকে সম্মান দেবে,
এটাই পৃথিবীর নীতি যুক্ত প্রথা বলে ।

 

 

মুক্তআলো২৪.কম

 

মুক্তডানা বিভাগের সর্বাধিক পঠিত