ঢাকা, ১৩ মে, ২০২৫ || ৩০ বৈশাখ ১৪৩২
Breaking:
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  আওয়ামী লীগ কচুর পাতার পানি না : কাদের সিদ্দিকী        আগেই সিদ্ধান্ত নিলে সরকারকে চাপে পড়তে হতো না : মির্জা ফখরুল        সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন     
৯৩

বাংলাদেশের শত্রুরা এখনো গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে : খালেদা জিয়া

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৫  

বাংলাদেশের শত্রুরা এখনো গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে : খালেদা জিয়া

বাংলাদেশের শত্রুরা এখনো গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে : খালেদা জিয়া


বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, এখনো ফ্যাসিস্টদের দোসর ও বাংলাদেশের শত্রুরা গণ-অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জন নস্যাৎ করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সর্বশক্তি নিয়োগ করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

আজ বৃহস্পতিবার বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে ফ্যাসিস্ট সরকার পতনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির চেয়ারপারসন।
তিনি বলেন, দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা।

তিনি আরো বলেন, এখনো ফ্যাসিস্টদের দোসররা ও বাংলাদেশের শত্রুরা গণ-অভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করতে গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এই চক্রান্ত ব্যর্থ করে দিতে হবে।
গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। 

খালেদা জিয়া আরো বলেন, ছাত্র-যুবকসহ দেশবাসীর কাছে আহ্বান রাখতে চাই, আসুন, ভ্রাতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে বাসযোগ্য ও উন্নত রাষ্ট্রে পরিণত করি।

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত