ঢাকা, ১৪ মে, ২০২৫ || ৩১ বৈশাখ ১৪৩২
Breaking:
সৌদি আরব পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প      এনবিআর ভাঙার কারণ জানাল সরকার     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি পেলেন জোবাইদা রহমান        সারা দেশে অনলাইনে এনআইডি সেবা বন্ধ     
১৬৫

বিএনপির ৯ দিনের কর্মসূচি শুরু

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৫  

বিএনপির ৯ দিনের কর্মসূচি শুরু

বিএনপির ৯ দিনের কর্মসূচি শুরু


ছয় জেলায় সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ৬৪ জেলায় ৯ দিনের কর্মসূচি শুরু হয়েছে। প্রথম দিন বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে খুলনা, লালমনিরহাট, সিরাজগঞ্জ, ব্রাক্ষনবাড়ীয়া, সুনামগঞ্জ ও পটুয়ালীতে এই সমাবেশ হবে। 

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, ‘আমাদের সমাবেশের কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে। প্রথম দিন বিকালে ছয় জেলায় সমাবেশ আছে।
‘আমার কাছে সংশ্লিষ্ট জেলাগুলো থেকে জানানো হয়েছে, সমাবেশ অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ হয়েছে। ঢাকা স্থায়ী সদস্যরাসহ সিনিয়র নেতারা ওইসব সমাবেশ যোগ দিতে সংশ্লিষ্ট জেলায় কেউ কেউ পৌঁছে গেছেন। আবার কেউ কেউ পথে রয়েছেন।’

নিত্য পণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিস্টদের বিভিন্ন চক্রান্ত প্রতিরোধের দেওয়ার দাবিতে বিএনপি এই সমাবেশে ডেকেছে।
১২ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ৮ দিনে ৬৪ জেলায় তারা সমাবেশ করবে।

বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো তালিকা অনুযায়ী আজ বুধবার লালমনিরহাটে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, খুলনার সমাবেশে স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ, সিরাজগঞ্জে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ব্রাহ্মণবাড়িয়ায় ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, সুনামগঞ্জে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আরিফুল হক চৌধুরী এবং পটুয়াখালীতে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য রাখবেন।

আগামী ১৬ ফেব্রুয়ারি ফেনী, ১৭ ফেব্রুয়ারি যশোর, টাঙ্গাইল,কক্সবাজার, মাদারীপুর, ঠাকুরগাঁও, চাঁদপুর, বগুড়া, শরীয়তপুর, মৌলভীবাজার, নেত্রকোনা, ১৮ ফেব্রুয়ারি মানিকগঞ্জ,পাবনা, পঞ্চগড়, ঝিনাইদহ, কুমিল্লা দক্ষিণ, হবিগঞ্জ,সৈয়দপুরে, ১৯ ফেব্রুয়ারি নোয়াখালী, রাজবাড়ী, কুষ্টিয়া, কিশোরগঞ্জ,পিরোজপুর, সিলেট, জামালপুর, ২০ ফেব্রুয়ারি ঢাকা, লক্ষ্মীপুর,বরিশাল দক্ষিণ, ফরিদপুর, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, নওগাঁ, ময়মনসিংহ দক্ষিন, ২২ ফেব্রুয়ারি ঝালকাঠি, চট্টগ্রাম দক্ষিণ, গোপালগঞ্জ, রংপুর, ময়মনসিংহ উত্তর, জয়পুরহাট, কুমিল্লা উত্তর, বান্দরবান, নরসিংদী, ২৪ ফেবুয়ারি মুন্সিগঞ্জ, বরিশাল উত্তর,নাটোর, নড়াইল, গাইবান্ধা, রাজশাহী, রাঙামাটি, মাগুরা এবং ২৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম উত্তর,সাতক্ষীরা, বাগেরহাট, খাগড়াছড়ি, মেহেরপুর,  নীলফামারী, চাঁপাইনবাবগঞ্জ এবং দিনাজপুরে সমাবেশ করবে বিএনপির। এসব সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।








মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত