ঢাকা, ১৪ মে, ২০২৫ || ৩১ বৈশাখ ১৪৩২
Breaking:
সৌদি আরব পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প      এনবিআর ভাঙার কারণ জানাল সরকার     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি পেলেন জোবাইদা রহমান        সারা দেশে অনলাইনে এনআইডি সেবা বন্ধ     
১৫৩

বিশ্ব ইজতেমায় নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে: র‌্যাব

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৫  

বিশ্ব ইজতেমায় নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে: র‌্যাব মহাপরিচালক

বিশ্ব ইজতেমায় নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে: র‌্যাব মহাপরিচালক


র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, বিশ্ব ইজতেমা ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

আজ ইজতেমার আয়োজনের প্রস্তুতি দেখতে ইজতেমা মাঠে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মূলমঞ্চসহ আশপাশের বিভিন্ন স্থাপনা ঘুরে-ঘুরে দেখেন তিনি৷

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘তাবলিগ জামাতের দু’পক্ষের মধ্যে বিবদমান বিভেদ কোনো ঝুঁকি তৈরি করবে না৷

বিশ্ব ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে তুরাগ তীরে, যা ইতোমধ্যেই এক ধর্মীয় মহাসমাবেশে রূপ নিয়েছে।

এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে, সবশেষ প্রস্তুতি সভা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান৷

জানা গেছে, শুক্রবার বাদ ফজর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়া উল হক সাহেব। সকাল ১০টায় বিভিন্ন খিত্তায়-খিত্তায় তালিমের আমল হবে। জুমার নামাজ পড়াবেন মাওলানা জুবায়ের।

এবারের ইজতেমা তিন পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব শুরু হবে ৩১ জানুয়ারি, শুক্রবার, যা শেষ হবে ২ ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। এরপর ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় পর্ব শুরু হবে ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের কাছে ময়দান হস্তান্তর করা হবে।

 

 

 

 

মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত