ঢাকা, ২৯ জুলাই, ২০২৫ || ১৪ শ্রাবণ ১৪৩২
Breaking:
রাউজানে বিএনপির দুই গ্রুপের ভয়াবহ সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-আগুন      সরকারের ঘনিষ্ঠরাই বলছে, এই সরকারের নির্বাচন দেওয়ার সক্ষমতা নেই: জি এম কাদের      চাঁদাবাজিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ২৪ ঘণ্টায় সারা দেশে গ্রেপ্তার ১২৭৮ জন        বিএনপি ক্ষমতায় গেলে শহীদ পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেবে : ফখরুল        রাতের মধ্যে ১৫ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত     
৮৪

ধান্দাবাজ-চান্দাবাজ সবই এনসিপির মধ্যে এসে মিশেছে : ডা. সায়ন্থ

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫  

ধান্দাবাজ-চান্দাবাজ সবই এনসিপির মধ্যে এসে মিশেছে : ডা. সায়ন্থ

ধান্দাবাজ-চান্দাবাজ সবই এনসিপির মধ্যে এসে মিশেছে : ডা. সায়ন্থ


বাংলাদেশ এখনো চাঁদাবাজি হচ্ছে, ভবিষ্যতেও হবে। কারণ চাঁদাবাজি রাজনৈতিক দলগুলোর মাধ্যমেই করা হচ্ছে। বর্তমানে ধান্দাবাজ, চান্দাবাজ সবই এনসিপির মধ্যে এসে মিশেছে। এমনটাই মন্তব্য করেছেন চিকিৎসক ও রাজনৈতিক বিশ্লেষক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ।সম্প্রতি বেসরকারি টেলিভিশনের একটি টকশোতে এসব কথা বলেন তিনি।

ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ বলেন, ‘বাংলাদেশ এমন কোন দেশ কখনোই ছিল না যেখানে চাঁদাবাজি হয়নি। বাংলাদেশ এখনো চাদাবাজি হচ্ছে ভবিষ্যতেও হবে। এটা আপনি বন্ধ করতে পারবেন না।
এখন এটা কতটা লাগাম টানা যাবে সেটা একটা বিষয়। এনসিপি নিয়ে এত কথা কেন হচ্ছে? কারণ তারা বেশি প্রত্যাশা জাগিয়ে ফেলেছিল আমাদের মনে এবং অন্যদের ব্যাপারে আঙ্গুলটা একটু বেশি তুলেছে। সে কারণে তাদের ব্যাপারেও আঙ্গুল তোলে হচ্ছে যে এই তোরাও তো চাঁদাবাজ। এক ছোট ভাইকে পাঠানো হয়েছে চাঁদা আনতে।
সেটাকে নেওয়ার পরে ধরা পড়ার পরে বলছে ডোনেশন। পরে ট্রোল করা শুরু হলো যে বিএনপির বিরুদ্ধে করলে সেটাকে বলা হয় চাঁদাবাজি, এনসিপি করলে সেটাকে বলা হয় ডোনেশন আর জামায়াত করলে সেটাকে বলা হয় হাদিয়া। এখন এই যে নামেই ডাকেন ঘটনা তো একই। হারাম তো হারামই। এটা খারাপ হারাম, ওইটা ভালো হারাম- এমনটা তো আর হারামের বেলায় হয় না।
সেটা এই হারামি কারবারটা এরা কমবেশি অনেকেই করছে। বিভিন্ন দলেই করছে।’
বাংলাদেশ জাতিগতভাবেই চাঁদাবাজদের আখড়া উল্লেখ করে ডা. সায়ন্থ বলেন, ‘চাঁদাবাজিটা এই দেশ থেকে ওঠে নাই। বাংলাদেশ হচ্ছে জাতিগতভাবে দুর্নীতি প্রবণ একটা জাতি। জাতিগতভাবে বিভাজনপ্রিয় জাতি। মহান মুক্তিযুদ্ধে ১৯৭১ সালেস এত রক্ত দেওয়ার পরে বায়াত্তর, তিয়াত্তরে এসে যে দেশের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দুর্নীতিতে নিমজ্জিত হয়ে যেতে পারে এবং শেখ মুজিব সরকারের সময় শেখ মুজিবুর রহমানকে নিজের দলের এমপিদেরকে দল থেকে বহিষ্কার করতে হয়েছে। একশ’র উপরে এমপি। এইটা আলতাফ পারবেজের ইতিহাসের পুনর্পাঠ বইতে আছে। সুতরাং সেই জাতিই তো আমরা। শেখ মুজিব যেখানে বলছিলেন, মানুষ পায় সোনার খনি আমি পেয়েছি চোরের খনি। সেই চোরের খনির নাতিপুতিরা ১৬ বছর খেয়েছে। এখন আপনি কি করে আশা করেন যে একটা গণঅভ্যুত্থান হয়েছে বলে তারপরে দেশের মানুষ সব ফেরেশতা হয়ে গেছে?’
নতুন রাজনৈতিক দল এনসিপিতে চাঁদাবাজ ধান্দাবাজ সবাই জড়ো হয়েছেন জানিয়ে ডা. সায়ন্থ বলেন, “এনসিপির মধ্যে বিভিন্ন গোষ্ঠী থেকে এসে মিশেছে। এরা তো নতুন রাজনৈতিক দল। এদের মধ্যে বিএনপি থেকে ছাত্রদল থেকে কিছু গেছে, শিবির থেকে কিছু গেছে, বামপন্থী থেকে কিছু আসছে। নির্দলীয় কিছু আসছে। ধান্দাবাজ, চান্দাবাজ সবই এর মধ্যে আছে। যদি তাদের কাজে সততা থাকে তাহলে এইসব ছোটখাট বিচ্যুতি সংশোধন করা সহজ। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে তাদের কেন্দ্রীয় নেতাদের নামেই অভিযোগ আছে। তারা বহু টাকা ব্যয় করে ইফতার পার্টি করে। তাদের নেতারা খুব বেশি গলাবাজি করা নেতা। শত গাড়ি নিয়ে বহর নিয়ে তিনি এলাকায় যান দেখাতে। তাদের নেতা যে ছোট ভাইকে পাঠায় চাঁদা আনতে, ১০ লাখের জায়গায় ৭ লাখ দেওয়াতে বলে- ‘বড় ভাই বলছিল ১০ লাখের কথা’। এখন এই বড় ভাইটা কে, সেটাও তাদের একটা স্ক্রিনশটে ওই নারীর সঙ্গে যে কনভার্সেশন, সেটায় উঠে আসছে। কিন্তু সেই বড় ভাইকে নিয়ে আমরা কোন কথা বলতে শুনি না ওই দলকে। তাকে তদন্তের আওতায় আনার জন্য বা তার পথকে স্থগিত করবার কোন উদ্যোগ আমরা পাইনি। যে যারা এই চাঁদাবাজিতে পাঠায় তার ব্যাপারে যদি একটা অ্যাকশন নেয়া হতো তাইলে আজকে হয়তো এই ছাত্র সংগঠনটিকে তাদের সারাদেশের সব শাখাগুলো স্থগিত করতে হতো না।”
চাঁদাবাজির পাশাপাশি মামলা বাণিজ্যও চলছে জানিয়ে ডা. সায়ন্থ বলেন, ‘দেখেন এই যে মামলা, এই ফ্যাসিবাদের পতনের পরে কারো কাছে গিয়ে বলেছে তুমি এত টাকা দিবা না হলে নাম মামলায় নাম দেওয়া হবে। কারো কাছে বলেছে তোমার নাম মামলায় আছে, এত টাকা দিবা তাহলে বাদ দিয়ে দিব। কখনো মামলায় নাম না দেওয়ার জন্য টাকা, কখনো দিয়ে সেটা বাদ দেওয়ার জন্য টাকা- এই যে চাদাবাজি এই অভিযোগ বিভিন্ন দলের বিরুদ্ধে আছে। সবচেয়ে বড় দল বিএনপির বিরুদ্ধে আছে, জামায়াতে ইসলামের বিরুদ্ধে আছে, এনসিপির বিরুদ্ধে আছে। সুতরাং কেউই এই অভিযোগের বাইরে না।’








মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত