ঢাকা, ০২ অক্টোবর, ২০২৫ || ১৭ আশ্বিন ১৪৩২
Breaking:
বিএনপি আমার সঙ্গে যে অবিচার করেছে: ফজলুর রহমান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  দুর্ব্যবহারের অভিযোগে সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের, এনসিপির দুঃখ প্রকাশ        তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি : হুমায়ুন কবীর     
১৩৫

পাবনায় মসজিদের নির্মাণকাজ নিয়ে সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৫ আগস্ট ২০২৫  

পাবনায় মসজিদের নির্মাণকাজ নিয়ে সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু

পাবনায় মসজিদের নির্মাণকাজ নিয়ে সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু


পাবনার বেড়া উপজেলার মসজিদের নির্মাণকাজ নিয়ে সংঘর্ষের ঘটনায় আহত এক ব্যক্তি মারা গেছেন।গতকাল সোমবার রাতে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নিজামুদ্দিন মোল্লা (৫০) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। এ নিয়ে ওই ঘটনায় দুজন মারা গেলেন।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তারাপুর গ্রামে নতুন মসজিদের নির্মাণকাজকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। গত ২৫ জুলাই এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত হন নিজামুদ্দিন মোল্লাসহ ৩০ জন। আহত নিজামুদ্দিনকে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে গতকাল রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে তাঁকে তারাপুর গ্রামের কবরস্থানে দাফন করা হবে।

এর আগে ২৬ জুলাই ওই সংঘর্ষে আহত হাদিস (৪০) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওলিউর রহমান বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে আছে।







মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
পাবনার খবর বিভাগের সর্বাধিক পঠিত