ঢাকা, ৩১ আগস্ট, ২০২৫ || ১৬ ভাদ্র ১৪৩২
Breaking:
সন্ত্রাসী, খুনী, চাঁদাবাজদের দলে ঠাঁই নেই: রিজভী      জাতীয় পার্টিকে ছাড়া কোনো নির্বাচন হবে না: শামীম হায়দার পাটোয়ারী     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  আইনগত পদক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না : ডিসি মাসুদ     
১৩৪

বেড়ায় চায়না দুয়ারি জাল বুকিংসওদাগর কুরিয়ার সার্ভিস জরিমানা ২০

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৫  

বেড়ায় চায়না দুয়ারি জাল বুকিং সওদাগর কুরিয়ার সার্ভিস  জরিমান ২০ হাজার টাকা।

বেড়ায় চায়না দুয়ারি জাল বুকিং সওদাগর কুরিয়ার সার্ভিস জরিমান ২০ হাজার টাকা।


পাবনার বেড়া কলেজ রোডে অবস্থিত  সওদাগর কুরিয়ার সার্ভিসের কর্মচারিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে  ভ্রাম্যমান আদালত। নিষিদ্ধ ও অবৈধ  চায়নাদুয়ারি জাল বুকিং দেয়ার অপরাধে জরিমানা করা হয়।  

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ আগষ্ট বিকেল ৫ টায় বেড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদুল ইসলাম বেড়া থানা পুলিশের সহায়তায় বেড়া পৌর সদরের কলেজ রোডে অবস্থিত সওদাগর কুরিয়ার সার্ভিসে প্রায় এক ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে  নিষিদ্ধ চায়নাদুয়ারি জাল জব্দ করে। 

নিষিদ্ধ চায়নাদুয়ারি জাল বুকিং দেয়ার অপরাধে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলাম সওদাগর কুরিয়ার সার্ভিসের কর্মচারি মোঃ মামুন হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করায় তাকে সাজা থেকে অব্যাহতি দেয়া হয়। এ সময় বেড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউর রহমান উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত নিষিদ্ধ চায়নাদুয়ারি জাল পুড়িয়ে ধংস করা হয়।এর আগেও একই অপরাধে তাদের কয়েক বার জরিমানার করা হয়ছে। 




মুক্তআলো২৪.কম/
উজ্জ্বল হোসাইন
 

 
 
 
 
আরও পড়ুন
পাবনার খবর বিভাগের সর্বাধিক পঠিত