বেড়ায় নকল দুধ তৈরি কারখানায় মোবাইল কোর্টে অভিযানে ২ লাখ জরিমানা
মুক্তআলো২৪.কম
পাবনা বেড়ায় নকল দুধ তৈরি কারখানায় মোবাইল কোর্টে অভিযানে ২ লাখ জরিমানা
নিজস্ব সংবাদদাতা:পাবনার বেড়া উপজেলার গতকাল বিকাল ৩টায় বেড়া পেচাকোলার সরকারপাড়া নামক স্থানে ঘোষপাড়ায় দুধের কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
গতকাল বিকেলেও এই স্থানে অভিযানে যাওয়া হয় কিন্তু অপরাধীকে ধরা সম্ভব হয়নি। এজন্যে আজ ভোর থেকে ওৎ পেতে থেকে অপরাধীকে ধরা হয়। এসময় অপরাধী ড্রামে থাকা নকল দুধ ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও প্রশাসনের তৎপরতা ও সতর্করার কারণে সফল হতে পারেননি।
অভিযানে নকল দুধ তৈরির জন্যে ছানার পানি, ক্রিম, সাবানের গুড়া, আটা, ডালডা, পাম ওয়েল ও অন্যান্য আরো রাসায়নিক দ্রব্য পাওয়া যায়। অপরাধী জয়দেব নিজেই স্বীকার করেছেন তিনি বারো বছরেরও বেশি সময় ধরে এই নকল দুধের ব্যাবসা করেন এবং এই দুধ বিভিন্ন মিষ্টির দোকান ও দুগ্ধজাত দ্রব প্রস্তুতকারী প্রতিষ্ঠানে সাপ্লাই দিয়ে থাকেন।
অভিযুক্তকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারায় (পণ্যের নকল উৎপাদন করা) দুই লক্ষ টাকা অর্থদণ্ড এবং এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জরিমানা অনাদায়ে আরো তিন মাস এর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এধরনের জনজীবনের স্বাস্থ্য হানিকর কাজে যারাই জড়িত থাকবে, উপজেলা প্রশাসন তাদের শক্ত হাতে দমন করবে এবং জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনা করেন বেড়া ভৃমি সহকারি এসিল্যান্ড নরেন মায়িশা খান।
মুক্তআলো২৪.কম/উজ্জ্বল হোসাইন
- কিরণ ব্যাপারীর কাছে জিম্মি বেড়ার সাধারণ মানুষ
- নৌকা আমাদের বিজয়ের প্রতীক:এ্যাড.শামসুল হক টুকু
- সবাই আমার স্ত্রীর জন্য দোয়া করবেন :এ্যাড.শামসুল হক টুকু এমপি
- অগ্নিকাণ্ড বেড়া পাওয়ার প্লান্টে, ১টি ইঞ্জিন পুড়ে ছাই !
- পাবনা জেলার শীর্ষে পাবনা ক্যাডেট কলেজ
- হরতালে গাড়ি ভাঙচুর পাবনায়
- উড়াল গতিতে বাংলাদেশ যাত্রা শুরু করেছেন:এ্যাড. শামসুল হক টুকু
- পাবনায় স্বামীর যাবজ্জীবন স্ত্রী হত্যার দায়ে
- ‘সরিষাপাড়া গ্রামে উঠান বৈঠকেএ্যাড.শামসুল হক টুকু এমপি’
- এ্যাড. শামসুল হক টুকু এমপি`র সহধর্মিনী’র জানাজা নামাজ সম্পূর্ণ
- পাবনায় আরো ৩ যুবক আটক প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায়
- পাবনায় কুপিয়ে হত্যা স্কুলছাত্রকে
- পাবনায় আইনজীবীর মৃত্যু ট্রাকচাপায়
- জামায়াতের প্রচার সম্পাদক গ্রেফতার পাবনা জেলার
- অবশেষে সূচিত্রা সেনের বাড়ি দখলমুক্ত হলো



























































