ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৫ || ১ কার্তিক ১৪৩২
Breaking:
দেশটাকে বাঁচান, বিভাজন সৃষ্টি করবেন না : মির্জা ফখরুল     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ‘লং-মার্চ টু যমুনা’ ঘোষণা দিয়ে শাহবাগ ব্লকেড ছাড়লেন শিক্ষকেরা     
২৬২৯

ইন্দ্রনীল ছেত্রী`র কবিতা-

`এক চিলতে জমি`

ইন্দ্রনীল ছেত্রী

প্রকাশিত: ২১ জুন ২০১৪   আপডেট: ৮ জুলাই ২০১৪

এক চিলতে জমি
বাসভুমিতে অস্থির,
দারকাকেরা পালা করে
কীট-পতঙ্গের বসবাস
আর্তনাদ ব্যাখ্যা খোঁজা
জীবন এক জীর্ণ প্রহাস ।
ঠাসবুনটে আস্থা প্রতিবাদী
পিঁপড়ার দলে প্রবীণ বেশে
গিরিদুর্গ পথ হাটা,
সূর্য লাগে অবরুদ্ধ
চন্দ্রকান্তা চোখের পরে
লোহিত শ্বাস আঁকড়ে ধরা ।
বিবাদে চলে ঘোর সংসার
আহাজারি বাতাসে ভেসে,
জীবন তবু গন্তব্য রথে
অনিবার্য পানিতে হাঁটে,
এসব লাগে দৃশ্য কাব্য
জিজ্ঞাসাতে জ্যান্ত মমী
রুদ্রে রুদ্রে রুদ্রাক্ষ ।

--------------

মুক্তডানা বিভাগের সর্বাধিক পঠিত