ঢাকা, ২৫ জানুয়ারি, ২০২৬ || ১২ মাঘ ১৪৩২
Breaking:
জানাজা শেষে বাগেরহাটের কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী-সন্তানকে পাশাপাশি দাফন      জামায়াত, এনসিপি মিলে সরকার গঠন হয়েছে, এখন তাদের অধীনেই নির্বাচন হচ্ছে: জিএম কাদের     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক প্রতিমন্ত্রী        আমাদের দায়িত্ব এসেছে ভালো দিন তৈরি করার : ফখরুল        বিএনপি দুর্নীতির টুঁটি চেপে ধরবে : তারেক রহমান     
৭১

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক প্রতিমন্ত্রী

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬  

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক প্রতিমন্ত্রী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক প্রতিমন্ত্রী


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামসুর রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ।

আজ রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। সম্প্রতি বিএনপিতে যোগদানের পর তিনি এ সিদ্ধান্ত জানালেন।

অধ্যাপক আবু সাইয়িদ বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং স্বাধীনতার স্বপক্ষের ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে নৈতিক দায়িত্ব থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছি।
এ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা জরুরি। সেজন্য আমি এমন সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরো বলেন, জীবনে অনেক বার নির্বাচন করেছি, পার্লামেন্ট মেম্বারও হয়েছি। ব্যক্তিগত ইমেজের চেয়ে স্বাধীনতার স্বপক্ষের বৃহত্তর ঐক্য আজ বেশি প্রয়োজন।
সেই লক্ষ্যেই প্রার্থিতা প্রত্যাহার করে শামসুর রহমানকে পূর্ণ সমর্থন দিচ্ছি।

এর আগে গত ২১ জানুয়ারি ঢাকায় অধ্যাপক আবু সাইয়িদ বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন। তার কর্মী-সমর্থকরাও ধানের শীষের পক্ষে কাজ করবেন বলে জানিয়েছেন।

তার প্রার্থিতা প্রত্যাহারের ফলে পাবনা-১ আসনে বিএনপির প্রার্থীর অবস্থান আরো শক্তিশালী হতে পারে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
এ আসনে অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জামায়াত মনোনীত ব্যারিস্টার মোহাম্মদ নজিবুর রহমান মোমেন ও ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল গনি।








মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত