ঢাকা, ০৯ মে, ২০২৫ || ২৬ বৈশাখ ১৪৩২
Breaking:
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে : সরকারের বিবৃতি      ফ্লাইট সংক্রান্ত জরুরি ঘোষণা বাংলাদেশ বিমানের     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  মস্কোতে শি চিনপিং-পুতিন বৈঠক, বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা        যমুনার সামনে নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা     
২৮৩৩

হরতালে গাড়ি ভাঙচুর পাবনায়

অনলাইন

প্রকাশিত: ৩১ আগস্ট ২০১৪   আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৪

পাবনায় কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যার প্রতিবাদে ইসলামী ছাত্র সেনার ডাকা আধা বেলা হরতালে । বাংলা বাজার, টেবুনিয়া, সুজানগরের চিনাখড়া ও চাটমোহর এলাকায়  এ ঘটনা ঘটে। তবে শহরের ভেতরে হরতালের ক‍ারণে মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি।

সকাল থেকে বাংলা বাজার, টেবুনিয়া, সুজানগরের চিনাখড়া ও চাটমোহর এলাকায়  পিকেটিং করে নেতাকর্মীরা। এসময় তারা কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে।

এদিকে, পাবনা থেকে ঢাকা, রাজশাহী, বগুড়া, কুষ্টিয়া যশোরে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে শহরে রিকশা, অটোরিকশা চলাচল স্বাভাবিক রয়েছে।এছাড়া কোথায়ও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন
পাবনার খবর বিভাগের সর্বাধিক পঠিত