ঢাকা, ১১ আগস্ট, ২০২৫ || ২৬ শ্রাবণ ১৪৩২
Breaking:
শৃঙ্খলাভঙ্গ, নৈতিক স্খলনসহ বিভিন্ন ঘটনায় ছয় মাসে এনসিপির কেন্দ্রীয় ১০ নেতাকে ‘শোকজ’     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করল সরকার        শিগগিরই দেশের জনগণের সঙ্গে সরাসরি দেখা হবে : তারেক রহমান        অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা রয়েছে: মির্জা ফখরুল        ‘জিরো রিটার্ন’ নামে কোনো বিধান নেই, তথ্য গোপনে সর্বোচ্চ ৫ বছরের জেল     
২০৭

লন্ডন যাওয়ার আগে ওমরাহ করবেন খালেদা জিয়া

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৪  

লন্ডন যাওয়ার আগে ওমরাহ করবেন খালেদা জিয়া

লন্ডন যাওয়ার আগে ওমরাহ করবেন খালেদা জিয়া


উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার আগে সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর সেখান থেকে যুক্তরাষ্ট্রে যেতে পারেন তিনি। 

এ সফরের অংশ হিসেবে গতকাল বুধবার ঢাকায় মার্কিন দূতাবাসে গিয়ে ‘বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট’ দিয়েছেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা জানান, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে দু-তিনটি দেশে নেওয়ার প্রয়োজন হতে পারে।
তাকে যুক্তরাষ্ট্রেও নেওয়া হতে পারে। সে জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। 

জানা যায়, আগামী ১২ বা ১৩ ডিসেম্বর তিনি যাত্রা শুরু করতে পারেন। তার সঙ্গে চিকিৎসকসহ ১৭ জন সফরসঙ্গী থাকবেন।
যাওয়ার পথে সৌদি আরবে ওমরাহ পালন করার কথা রয়েছে তার। 

এর আগে গত সোমবার (২৫ নভেম্বর) গুলশানের বাসভবনে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তাকে পবিত্র ওমরাহ পালনের আমন্ত্রণ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। এ সময় ডা. জাহিদ হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

 

 

 

মুক্তআলো২৪.কম

 
 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত