রণেশ মৈত্র নীতির প্রশ্নে কখনো আপোষ করেননি : ডেপুটি স্পিকার
মুক্তআলো২৪.কম

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. শামসুল হক টুকু
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. শামসুল হক টুকু বলেছেন, বস্তুনিষ্ঠতা ও নীতির প্রশ্নে সাংবাদিকদের আপোষহীন থাকা বাঞ্ছনীয়।‘রণেশ মৈত্র সেরকমই একজস সাংবাদিক ছিলেন, যিনি কখনো নীতির প্রশ্নে আপোষ করেননি’- এ কথা উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, প্রয়াত রণেশ মৈত্র সারাজীবন দেশ ও জনগনের কল্যাণে কাজ করেছেন।
শামসুল হক টুকু বৃহস্পতিবার রাতে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, কলামিস্ট, রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রণেশ মৈত্রের স্মরণে রেড ভলেন্টিয়ার্স-পাবনার উদ্যোগে আয়োজিত এক শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
রেড ভলেন্টিয়ার্স’র সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে এ শোকসভায় পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, কমরেড জাকির হোসেন, তমিজ উদ্দিন, আব্দুল জব্বার প্রমুখ বক্তৃতা করেন।
পাবনা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্কের প্রসঙ্গ টেনে ডেপুটি স্পিকার বলেন,‘রণেশ মৈত্রের সাথে আমি জেল খেটেছি, মিছিল করেছি। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর জাতির পিতাকে নিয়ে কথা বলার সুযোগ ছিলো না। এ অবস্থায় আন্দোলনের যতটুকু সুযোগ পেয়েছি, রণেশ মৈত্র ভিন্ন দলের হলেও আমাদের সাথে মিছিল করেছেন, পুলিশের নির্যাতন সহ্য করেছেন।’
শামসুল হক টুকু কর্মের মাধ্যমে রণেশ মৈত্রকে স্মরণীয় করে রাখার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বর্তমান সময়ের রাজনীতিবিদ, সাংবাদিকদের তাঁর (রণেশ মৈত্র) মানব কল্যাণের গুনাবলী অনুসরণ করা উচিৎ।
রণেশ মৈত্রের জীবনী পাঠ করেন প্রেস ক্লাবের সাবেক সম্পাদক আখিনুর ইসলাম রিমন। শোকসভার শুরুতে তাঁর আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
মুক্তআলো২৪.কম
- কিরণ ব্যাপারীর কাছে জিম্মি বেড়ার সাধারণ মানুষ
- নৌকা আমাদের বিজয়ের প্রতীক:এ্যাড.শামসুল হক টুকু
- অগ্নিকাণ্ড বেড়া পাওয়ার প্লান্টে, ১টি ইঞ্জিন পুড়ে ছাই !
- উড়াল গতিতে বাংলাদেশ যাত্রা শুরু করেছেন:এ্যাড. শামসুল হক টুকু
- সবাই আমার স্ত্রীর জন্য দোয়া করবেন :এ্যাড.শামসুল হক টুকু এমপি
- হরতালে গাড়ি ভাঙচুর পাবনায়
- পাবনায় স্বামীর যাবজ্জীবন স্ত্রী হত্যার দায়ে
- পাবনায় আরো ৩ যুবক আটক প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায়
- এ্যাড. শামসুল হক টুকু এমপি`র সহধর্মিনী’র জানাজা নামাজ সম্পূর্ণ
- পাবনা জেলার শীর্ষে পাবনা ক্যাডেট কলেজ
- ‘সরিষাপাড়া গ্রামে উঠান বৈঠকেএ্যাড.শামসুল হক টুকু এমপি’
- জামায়াতের প্রচার সম্পাদক গ্রেফতার পাবনা জেলার
- পাবনায় কুপিয়ে হত্যা স্কুলছাত্রকে
- পাবনায় আইনজীবীর মৃত্যু ট্রাকচাপায়
- অবশেষে সূচিত্রা সেনের বাড়ি দখলমুক্ত হলো