সিলেট আসছেন তারেক রহমান, রাতেই যাবেন শ্বশুর বাড়িতে
মুক্তআলো২৪.কম
সিলেট আসছেন তারেক রহমান, রাতেই যাবেন শ্বশুর বাড়িতে
প্রায় দুই যুগ পর সিলেট সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার (২১ জানুয়ারি) রাত সোয়া ৮টায় বিমানে তিনি সিলেট আসবেন। সিলেট পৌঁছে রাতেই হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন। এরপর রাত ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে শ্বশুড় বাড়িতে যাবেন।
দক্ষিণ সুরমার বিরাইমপুরে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের বাবার বাড়িতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘদিন পুরনো ঐতিহ্যবাহী বিশাল এ বাড়িতে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আসাম প্যাটার্নের টিনশেডের বাংলো টাইপের বাড়ির সংস্কার ও রঙের কাজ চলতে দেখা গেছে দুপুরেও। প্রায় অর্ধশত লোক কাজ করছেন বাড়িটিকে পরিপাটি করে তুলতে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের দাদার বাড়ি বিরাইমপুরের এই বাড়ি। প্রথম মুসলমান ব্যারিস্টার, নিখিল ভারত আইন পরিষদের সদস্য ও আসাম কংগ্রেসের প্রেসিডেন্ট আহমেদ আলী খানের নাতনী ও সাবেক নৌবাহিনীর প্রধান রিয়াল অ্যাডমিরাল, সাবেক কৃষিমন্ত্রী মাহবুব আলী খানের মেয়ে জুবাইদা রহমান।
তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুতির পাশাপাশি বাড়িতে চলছে রান্নার কাজ। ৪৩টি ডেগে (ডেকচি) রান্না হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী খাবার আখনি।
প্রায় ১২ হাজার মানুষের খাবারের আয়োজন চলছে। স্থানীয় উৎসুক জনতা থেকে শুরু করে গণমাধ্যমকর্মী, দলের নেতাকর্মীরাও ভিড় জমাচ্ছেন বাড়িতে ও আশেপাশে। সবমিলিয়ে পুরো উপজেলায় উৎসবের আমেজ।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা শাহাব উদ্দিন বলেন, ‘সিলেটের হাতেগোনা ঐতিহ্যবাহী বাড়িগুলোর একটি এই বাড়ি। জুবাইদা ম্যাডাম আমাদের বড় বোন।উনি বাড়িতে আসবেন, উনার দাদার কবর জিয়ারতের জন্য। এজন্য উনাদের পরিবারের পক্ষ থেকে একটা আয়োজন করা হয়েছে।’
তিনি বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়, দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের জন্য এখানে দোয়া হবে।’
প্রায় ২১ বছর পর তারেক রহমান শ্বশুড় বাড়ি যাচ্ছেন। এর আগে ২০০৪ সালে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নে দারিদ্র বিমোচন কর্মসূচির উদ্বোধনকরে প্রথমবার শ্বশুড় বাড়ি যান তারেক রহমান। এরপর আর সেখানে যাওয়া হয়নি তার।
বিএনপির সূত্রে জানা গেছে, সিলেটে এসে মাজার জিয়ারত শেষে তারেক রহমান বিরামপুরে শ্বশুর বাড়িতে আসবেন। সেখানে এক থেকে দেড় ঘণ্টা অবস্থান করবেন তিনি। রাতে নগরের বিমানবন্দর সড়কে পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে তিনি রাত্রিযাপন করবেন। বৃহস্পতিবার সকাল ১০টায় গ্র্যান্ড সিলেটে ১৩০ জন অরাজনৈতিক তরুণদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেবেন। পরে সকাল ১১টার দিকে সমাবেশস্থল সিলেট আলীয়া মাদরাসায় যাওয়ার কথা রয়েছে তার। সেখানে তিনি আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করবেন। সেখানে ভাষণ দেবেন তিনি।
এসব তথ্য কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, ‘রাত রাত সোয়া ৮টায় বিমানে দলের চেয়ারম্যান সিলেট আসবেন। সিলেটে পৌঁছে রাতেই মাজার জিয়ারত করবেন। এরপর দক্ষিণ সুরমার সিলামে শ্বশুর বাড়ি যাবেন। সকালে অরাজনৈতিক তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর যাবেন সমাবেশস্থলে।’
তারেক রহমানের সিলেট সফরকে কেন্দ্র করে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে। সিলেটবাসী প্রস্তুত তারেক রহমানকে স্বাগত জানাতে।’
- পাবনা ১
জনপ্রিয়তার শীর্ষে এ্যাড.শামসুল হক টুকু এমপি - আওয়ামী লীগের সংসদীয় দলের সভা বুধবার
- বিচার চাইলেন মেয়ে খালেদ মোশাররফ হত্যার
- বাংলার কৃষক-শ্রমিক-মেহনতী জনতার সাথে নৌকা কখনো বেঈমানী করে নাই:
- শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত : হাছান মাহমুদ
- দেশের উন্নতিতে ঈর্ষান্বিত খালেদা জিয়া : রেলমন্ত্রী
- জোটে পাল্টাপাল্টি বহিষ্কার বিএনপি-জামায়াত টানাপড়েন
- পাল্টা কমিটি ঘোষণা শ্রমিক দলের বিদ্রোহীদের
- প্রচার হয়নি সরকারের উন্নয়নের খবর: গওহর রিজভী
- ফের জামায়াতের হরতাল রোববার সকাল থেকে !
- বিএনপি বিলীন হয়ে যাবে আগামী নির্বাচনের আগেই: এরশাদ
- সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে বিচার বিভাগ
- শ্রমিক ছাঁটাই থেকে বিরত থাকুন: ওবায়দুল কাদের
- কোন অন্যায় করেননি বঙ্গবন্ধু জয় পাকিস্তান বললেও :মান্না
- কোনো ভূমিকা নেই মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের
















































