ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ || ৩১ ভাদ্র ১৪৩২
Breaking:
উত্তাল ভাঙ্গা: ঢাকার সঙ্গে বন্ধ দক্ষিণবঙ্গের যোগাযোগ      পাবনা ১ আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় সকাল-সন্ধ্যা হরতাল     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  জনসমর্থন ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহত হবে : আমীর খসরু        তারেক রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে        স্বৈরাচারের পতন ঘটিয়েছি, এখন কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে ঝাঁপিয়ে পড়তে হবে: মির্জা ফখরুল     
১৫২৪

যাবজ্জীবন সাজার আদেশপ্রাপ্ত আসামি গ্রেফতার সাঁথিয়ায়

অনলাইন

প্রকাশিত: ১২ জুন ২০১৪   আপডেট: ৮ জুলাই ২০১৪

ছবি:প্রতিকী

ছবি:প্রতিকী

রাশেদ হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ,পাবনার সাঁথিয়া উপজেলায় যাবজ্জীবন সাজার আদেশপ্রাপ্ত পলাতক আসামি ।মঙ্গলবার গভীররাতে ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার সকাল ১১টার দিকে রাশেদকে সাঁথিয়া থানায় আনা হয়।গ্রেফতারকৃত রাশেদ উপজেলার ধুলাউড়ির বিলসলঙ্গী গ্রামের জিনু প্রামাণিকের ছেলে। তিনি পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি এমএল-এর (লাল পতাকা) আঞ্চলিক নেতা।সাঁথিয়া থানা পুলিশ জানায়, অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজার আদেশপ্রাপ্ত পলাতক আসামি রাশেদ রাজধানীর আশুলিয়া বাজারের পাশে একটি বাসায় আত্মগোপনে ছিলেন। খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় গভীররাতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।পরে বুধবার সকাল ১১টার দিকে তাকে সাঁথিয়া থানায় আনা হয়।পুলিশ আরো জানায়, রাশেদের বিরুদ্ধে থানায় হত্যাসহ ৬টি মামলা রয়েছে। ২০১০ সালে আতাইকুলা থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় তিনি যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত। এছাড়া সাঁথিয়া থানার একটি হত্যা মামলায় তার ৭ বছরের কারাদণ্ডাদেশ হয়। জামিনে মুক্ত থাকা অবস্থায় মামলার রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।দুপুরে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।

 

 

আরও পড়ুন
পাবনার খবর বিভাগের সর্বাধিক পঠিত