ঢাকা, ২১ জুলাই, ২০২৫ || ৬ শ্রাবণ ১৪৩২
Breaking:
ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ২৯ জুলাই, নির্বাচন সেপ্টেম্বরে      এবারের বাজেট ‘অনেক ক্ষেত্রেই হতাশার’: দেবপ্রিয়     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  পাবলিক ডিপ্লোম্যাসি অনুদানের জন্য আবেদন আহ্বান যুক্তরাষ্ট্র দূতাবাসের        তত্ত্বাবধায়কপ্রধানের নাম প্রস্তাবে সংসদে প্রতিনিধিত্বশীল সবার যেন সুযোগ থাকে: সাকি        কেয়ামত পর্যন্ত জামায়াত ক্ষমতায় আসতে পারবে না: গয়েশ্বর     
১১৭

মায়ের অভ্যর্থনায় অংশ নেওয়া লাখো মানুষকে ধন্যবাদ জানালেন তারেক

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৭ মে ২০২৫  

মায়ের অভ্যর্থনায় অংশ নেওয়া লাখো মানুষকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

মায়ের অভ্যর্থনায় অংশ নেওয়া লাখো মানুষকে ধন্যবাদ জানালেন তারেক রহমান


চিকিৎসা শেষে চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ১০ কিলোমিটার পথজুড়ে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ঢল নামে। রাজপথে নেমে এসে উচ্ছ্বসিত জনতা তাকে বরণ করে নেয় প্রাণখোলা ভালোবাসা ও শ্রদ্ধায়।

বুধবার (৭ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে আসা সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবDর রিজভীর সই করা ওই বিজ্ঞপ্তিতে সামরিক (সেনা, নৌ ও বিমান) বাহিনীর সদস্যবৃন্দ, পুলিশ, র‍্যাব ও এভিয়েশন সিকিউরিটির সদস্যদের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারেক রহমান। তারা খালেদা জিয়ার ফেরার সময় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী কাতার আমিরের এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এরপর সোয়া ১১টায় বিমানবন্দর থেকে রওনা হয়ে গুলশানের বাসায় পৌঁছেন দুপুর ১টা ২৬ মিনিটে।
২০১৮ সালে কারাগারে যাওয়ার পর গত সাত বছরে কোনো জনসমাবেশে সশরীরে অংশ নেননি বিএনপি চেয়ারপারসন। এবার তার দেশে ফেরা ঘিরে কার্যত বড় আকারের জমায়েত ঘটায় বিএনপি।








মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত