ঢাকা, ০১ অক্টোবর, ২০২৩ || ১৬ আশ্বিন ১৪৩০
Breaking:
মেয়র আতিক জাতিসংঘের স্থানীয় ও আঞ্চলিক সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  আঙ্কারায় পার্লামেন্ট ভবনের কাছে বিস্ফোরণ        খালেদা জিয়াকে জেলে গিয়ে স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার আবেদন করতে হবে : আইন মন্ত্রণালয়        সংবিধান অনুযায়ী সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: ওবায়দুল কাদের        প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ     
২১৯২

পাবনায় স্বামীর যাবজ্জীবন স্ত্রী হত্যার দায়ে

অনলাইন

প্রকাশিত: ২০ আগস্ট ২০১৪   আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৪

আব্দুল কাদের (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত,স্ত্রী হত্যার অভিযোগে । মঙ্গলবার বিকেল ৪টার দিকে পাবনা জেলা ও দায়রা জজ এম হাসান ইমাম এই রায় দেন।আব্দুল কাদের সদর উপজেলার মাধপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।আদালত সূত্রে জানা যায়, বিয়ের মাত্র ছয় মাস পর ২০১৩ সালের ১১ জানুয়ারি রাতে যৌতুকের দাবিতে স্ত্রী আল্পনা খাতুন আসমাকে শ্বাসরোধ করে হত্যা করে মৃতদেহ বাড়ির পাশের পুকুরে ফেলে দেন আব্দুল কাদের। পরে আসমার বাবা সদর উপজেলার কাশিপুর গ্রামের আলমগীর হোসেনকে জানানো হয় যে তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসমার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ পরদিন সকালে ওই পুকুর থেকে আসমার মৃতদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহত আসমার বাবা বাদী হয়ে আব্দুল কাদেরকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় বিকেলে আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আব্দুল কাদের আদালতে উপস্থিত ছিলেন।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট আখতারুজ্জামান মুক্তা ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আজিজুল হক।

আরও পড়ুন
পাবনার খবর বিভাগের সর্বাধিক পঠিত