ঢাকা, ৩১ জুলাই, ২০২৫ || ১৫ শ্রাবণ ১৪৩২
Breaking:
৩৯ আসনের সীমানায় পরিবর্তন, খসড়া চূড়ান্ত      নির্বাচনের তারিখ ঘোষণা হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে : মঈন খান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  সাইবার হামলার আশঙ্কা, সতর্কতা জারি করলো বাংলাদেশ ব্যাংক        নির্বাচন হলে অংশ নেবেন খালেদা জিয়া: আবদুল আউয়াল মিন্টু     
১৯২

ভয় দেখিয়ে লাভ নেই, লড়াই করেই বিএনপি টিকে আছে : রিজভী

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৫  

ভয় দেখিয়ে লাভ নেই, লড়াই করেই বিএনপি টিকে আছে : রিজভী

ভয় দেখিয়ে লাভ নেই, লড়াই করেই বিএনপি টিকে আছে : রিজভী


ভয় দেখিয়ে লাভ হবে না বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকার ১/১১-এর ভয় দেখিয়ে সমর্থন নিতে চায়। বিএনপি লড়াই-সংগ্রাম করেই টিকে আছে।

শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

অন্তর্বর্তী সরকারের মধ্যে এক-এগারোর সরকারের ছায়া দেখতে পাচ্ছে বিএনপি জানিয়ে রুহুল কবীর রিজভী বলেন, সরকারের সাথে সখ্য কাজে লাগিয়ে অনেকেই বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে।

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সমালোচনা করেন বিএনপির সিনিয়র এই যুগ্ম মহাসচিব। তিনি বলেন, ‘আমরা মনে করেছিলাম অন্তর্বর্তী সরকার সবার মত অনুযায়ী একটা সুষ্ঠু নির্বাচন দেবে, যেটা শেখ হাসিনা করতে দেননি। কিন্তু এখন অন্তর্বর্তী সরকারের কাছ থেকে শঙ্কার কথা বলা হচ্ছে।’

রিজভী বলেন, নির্বাচিত সরকার গঠনে এত গড়িমসি কেন? আগে স্থানীয় সরকার নির্বাচন কেন? আগে তো জাতীয় নির্বাচন দিতে হবে।
নইলে তো মনে হচ্ছে এই সরকারের ওপর ওই ওয়ান-ইলেভেনের ছায়া আছে।

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, ‘আমরা এই সরকারের পক্ষে ছিলাম, এখনো আছি। কিন্তু আমরা তো চাই গণতন্ত্র, যেটা থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমরা চাই এই সরকার জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবে।

শেখ হাসিনা পুরো জিয়া পরিবারের নাম-নিশানা রাখতে চায়নি উল্লেখ করে রিজভী বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বিদেশে চিকিৎসা নিতে না দেওয়ায় আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়েছে।

গত ১৬ বছরে গণতান্ত্রিক নির্বাচনের অধিকার থেকে জনগণ বঞ্চিত হয়েছে দাবি করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন আয়োজন করার আহ্বান জানান বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত