ঢাকা, ০৯ মে, ২০২৫ || ২৫ বৈশাখ ১৪৩২
Breaking:
সীমান্তে ৪০-৫০ জন ভারতীয় সৈন্যকে হত্যা করা হয়েছে: পাকিস্তান      অপারেশন সিঁদুরে ‘শতাধিক সন্ত্রাসবাদী নিহত হয়েছে’, দাবি ভারতের     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  বাংলাদেশ এখন একটি অনির্বাচিত, অসাংবিধানিক স্বৈরতান্ত্রিক শাসনের অধীনে চলছে        মধ্যরাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ     
৬২৩

পাবনার বেড়ায় চায়না দুয়ারি কারখানায় অভিযান প্রায় ১২ লক্ষ টাকার মাল

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৭ আগস্ট ২০২৩  

পাবনার বেড়ায় চায়না দুয়ারি কারখানায় অভিযান প্রায় ১২ লক্ষ টাকার মালামালা জব্দ।

পাবনার বেড়ায় চায়না দুয়ারি কারখানায় অভিযান প্রায় ১২ লক্ষ টাকার মালামালা জব্দ।


পাবনার বেড়ায় গতকাল সেমবার বিকাল ৪ টায় ০৭/০৮/২০২৩ খ্রি তারিখে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর, বেড়া, পাবনা কর্তৃক বেড়া বাজার সংলগ্ন ২নং ওয়ার্ডের বনগ্রাম, উত্তরপাড়া ঈশ্বর হালদার এর কারখানায় অভিযান করা হয় ।

এ সময় চায়না দুয়ারি জাল তৈরির ৫টি ফ্রেম, ২০০-২২০ টি তৈরীকৃত চায়না জাল ও প্রায় ২৫০ টি চায়না জাল তৈরির নাইলন নেট,রিং, পাইপ জব্দ করা হয়, যার সম্ভাব্য আর্থিক মূল্য ১০,০০০০০-১২,০০০০০ লক্ষ টাকা। গোপনীয় সূত্রের ভিত্তিতে পরিচালিত অভিযানে পরামর্শ ও প্রশাসনিক সাপোর্ট দিয়েছেন জনাব মোহা: সবুর আলী মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার, বেড়া,পাবনা।

এছাড়াও উক্ত অভিযানে উপস্থিত ছিলেন- ১.জনাব মো: নাসির উদ্দিন, প্রসিকিউটর ও উপজেলা মৎস্য কর্মকর্তা, বেড়া,পাবনা ২.অফিসার ইনচার্জ, বেড়া মডেল থানা ৩.অফিসার ইনচার্জ (তদন্ত),বেড়া,মডেল থানা ৪.জনাব উজ্জ্বল হোসেন,সেক্রেটারি, বেড়া প্রেসক্লাব প্রায় ২-২.৫ ঘণ্টার বৃষ্টি ভেজা অভিযানকে সার্থক করার জন্য টিম বেড়া মডেল থানা ও টিম মৎস্য দপ্তর, বেড়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।







মুক্তআলো২৪.কম/উজ্জ্বল হোসাইন

আরও পড়ুন
পাবনার খবর বিভাগের সর্বাধিক পঠিত