ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৫ || ২৮ আশ্বিন ১৪৩২
Breaking:
ইসরায়েলের পার্লামেন্টে ট্রাম্পের ভাষণে বাধা, ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান      কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ‘মার্চ টু সচিবালয়’        নভেম্বরেই গণভোট চায় জামায়াত        ‘আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে, বাংলাদেশ অসাম্প্রদায়িক’     
৪৪

ইসরায়েলের পার্লামেন্টে ট্রাম্পের ভাষণে বাধা, ফিলিস্তিনকে স্বীকৃতি

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫  

ইসরায়েলের পার্লামেন্টে ট্রাম্পের ভাষণে বাধা, ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান

ইসরায়েলের পার্লামেন্টে ট্রাম্পের ভাষণে বাধা, ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেওয়ার সময় তার ভাষণ বাধাগ্রস্ত হয়েছে।বিবিসি জানায়, সোমবার ট্রাম্প ভাষণ দেওয়ার সময় ইসরায়েলের পার্লামেন্টে কিছু সদস্যের প্রতিবাদে হট্টগোল দেখা দেয়।

তারা ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। আবার কাগজে লিখে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবিও জানান।

ইসরায়েলের পার্লামেন্টের বিরোধীদলীয় সদস্য আয়মান ওদেহ এবং ওফার কাসিফ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদের চিহ্ন হাতে তুলে ধরেন।

ট্রাম্পের ভাষণের মাঝে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার দাবি জানিয়ে একটি কাগজও উঁচুতে তুলে ধরেছিলেন তারা। তাতে লেখা ছিল, ‌‌‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন।’

নেসেটে এই হট্টগোলের মধ্যে ট্রাম্প তার ভাষণ থামাতে বাধ্য হন।

নেসেট স্পিকার আমির ওহানা হট্টগোল থামানোর জন্য আইনপ্রণেতাদের আহ্বান জানান এবং প্রতিবাদী সদস্যদেরকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন কর্মকর্তাদেরকে।

এ সময় প্রতিবাদী দুই সদস্যকে পার্লামেন্ট অধিবেশন থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর ট্রাম্প ফের পার্লামেন্টে ভাষণ শুরুর আগে বলেন, “কাজটি বেশ দক্ষতার সঙ্গে হয়েছে।”

ট্রাম্প তার ভাষণের বেশিরভাগ জুড়েই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েল-যুক্তরাষ্ট্র সম্পর্কের প্রশংসা করেছেন। তার বক্তব্যের সময় পার্লামেন্টে উপস্থিত সদস্যদের অনেকে নেতানিয়াহুর ডাকনাম ‘বিবি’ বলে চিৎকার করে ওঠেন।








মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত