ঢাকা, ০২ মে, ২০২৪ || ১৯ বৈশাখ ১৪৩১
Breaking:
মহান মে দিবস পালিত      আগামীকাল শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন      নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে আরো বিমানবন্দর বন্ধ ঘোষণা        তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে        থাইল্যান্ড সফর নিয়ে আগামীকাল সকালে সাংবাদিকদের ব্রিফ করবেন প্রধানমন্ত্রী        বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিতে শিল্প মালিকদের প্রতি প্রধানমন্ত্রী     
৩১২০

কবিতা-১০

কবি`শাহানা চৌধুরী`র একটি কবিতা`` ২৫-২-২০১৯

শাহানা চৌধুরী

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০১৯  

কবি শাহানা চৌধুরী

কবি শাহানা চৌধুরী

র কতদিন অশ্রুধারায়
 মুষলধারে বৃষ্টি হবে,
 আর কতদিন ঈশান কোণে
 কালো মেঘের জটলা রবে?


র  কত দিন ধৈর্য চূড়ায়
 ভিনদেশে তে একলা তুমি,
 আর কতদিন নীরব-নিথর
 ভেজা দুপুর শূন্য আমি?


র কতদিন বুকের ক্ষতই
জমাট বাঁধা রক্ত প্রগাঢ়,
আর কতদিন যমুনা ধারে
থাকবো দুজন এপার ওপার?


র কতদিন তৃষ্ণাকাতর
উষ্ণ পানির স্রোতের ধারা,
আর কতদিন শক্ত শিকল
পায়ে বেরি দৃষ্টি কারা?


র কত দিন নাই বা এলে
শূন্য ঘরে একলা রবো,
আর কতদিন তানপুরাতে
ধুলোর রঙে মলিন হবো?


র কতদিন উজান ভাটা
শীতের পরশ শুষ্ক ঠোঁটে,
আর কতদিন জীবন বৃথা
তোমায় ছাড়া অবুঝ প্রাতে?
==================

মুক্তডানা বিভাগের সর্বাধিক পঠিত