ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৬ || ২৯ পৌষ ১৪৩২
Breaking:
ভেনেজুয়েলা থেকে আর তেল ও অর্থ পাবে না কিউবা, ট্রাম্পের হুঁশিয়ারি      জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ      সাধারণ মানুষের পরামর্শ নেবেন তারেক রহমান     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  পাবনা বেড়ায় নকল দুধ তৈরি কারখানায় মোবাইল কোর্টে অভিযানে ২ লাখ জরিমানা        শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে : নজরুল ইসলাম        হৃদরোগে মারা গেলেন কারাবন্দি আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী     
৪৫

বেড়ায় নকল দুধ তৈরি কারখানায় মোবাইল কোর্টে অভিযানে ২ লাখ জরিমানা

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬  

পাবনা বেড়ায় নকল দুধ তৈরি কারখানায় মোবাইল কোর্টে অভিযানে ২ লাখ জরিমানা

পাবনা বেড়ায় নকল দুধ তৈরি কারখানায় মোবাইল কোর্টে অভিযানে ২ লাখ জরিমানা


নিজস্ব সংবাদদাতা:পাবনার বেড়া উপজেলার গতকাল বিকাল ৩টায় বেড়া পেচাকোলার সরকারপাড়া নামক স্থানে ঘোষপাড়ায় দুধের কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

গতকাল বিকেলেও এই স্থানে অভিযানে যাওয়া হয় কিন্তু অপরাধীকে ধরা সম্ভব হয়নি। এজন্যে আজ ভোর থেকে ওৎ পেতে থেকে অপরাধীকে ধরা হয়। এসময় অপরাধী ড্রামে থাকা নকল দুধ ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও প্রশাসনের তৎপরতা ও সতর্করার কারণে সফল হতে পারেননি।
অভিযানে নকল দুধ তৈরির জন্যে ছানার পানি, ক্রিম, সাবানের গুড়া, আটা, ডালডা, পাম ওয়েল ও অন্যান্য আরো রাসায়নিক দ্রব্য পাওয়া যায়। অপরাধী জয়দেব নিজেই স্বীকার করেছেন তিনি বারো বছরেরও বেশি সময় ধরে এই নকল দুধের ব্যাবসা করেন এবং এই দুধ বিভিন্ন মিষ্টির দোকান ও দুগ্ধজাত দ্রব  প্রস্তুতকারী প্রতিষ্ঠানে সাপ্লাই দিয়ে থাকেন।

অভিযুক্তকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯  এর ৫০ ধারায় (পণ্যের নকল উৎপাদন করা) দুই লক্ষ টাকা অর্থদণ্ড এবং এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জরিমানা অনাদায়ে আরো তিন মাস এর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এধরনের জনজীবনের স্বাস্থ্য হানিকর কাজে যারাই জড়িত থাকবে, উপজেলা প্রশাসন তাদের শক্ত হাতে দমন করবে এবং জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।   অভিযান পরিচালনা করেন বেড়া  ভৃমি সহকারি এসিল্যান্ড নরেন মায়িশা খান।







মুক্তআলো২৪.কম/উজ্জ্বল হোসাইন

 
আরও পড়ুন
পাবনার খবর বিভাগের সর্বাধিক পঠিত