ইন্টারনেট ব্যবহার করে না দেশের অর্ধেক মানুষ: বিবিএস
মুক্তআলো২৪.কম
ইন্টারনেট ব্যবহার করে না দেশের অর্ধেক মানুষ: বিবিএস
বর্তমানে দেশের প্রতি ১০০ জনের মধ্যে ৮১ জন, অর্থাৎ ৮১ শতাংশ মানুষ মুঠোফোন ব্যবহার করেন। তবে মুঠোফোন ব্যবহার করলেও সবার নিজস্ব মুঠোফোন নেই। নিজের মুঠোফোন আছে এমন মানুষের হার ৫৭ শতাংশ। এছাড়া গত দেড় দশকেরও বেশি সময়ে ইন্টারনেট ও স্মার্টফোনভিত্তিক সেবার বিস্তার ঘটলেও দেশে ব্যক্তিপর্যায়ে ইন্টারনেট ব্যবহার এখনও অনেক কম। ৪৮ দশমিক ৯ শতাংশ মানুষ নিজে ব্যক্তিগতভাবে ইন্টারনেট ব্যবহার করছেন। অর্থাৎ দেশের প্রায় অর্ধেক মানুষ এখনও ইন্টারনেট ব্যবহার করেন না।
বুধবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রয়োগ ও ব্যবহার জরিপের’ ত্রৈমাসিক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।
চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই জরিপটি করা হয়েছে। এতে ৬১ হাজার ৬৩২টি পরিবার থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। তথ্য নেওয়া হয়েছে পাঁচ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের থেকে।
বিবিএসের সর্বশেষ জনশুমারি অনুযায়ী, দেশের জনসংখ্যা বর্তমানে ১৬ কোটি ৯৮ লাখ। এ হিসেবে বর্তমানে প্রায় ১৩ কোটি ৬৯ লাখ মানুষ মুঠোফোন ব্যবহার করছেন। মুঠোফোনের মালিকানা রয়েছে ৯ কোটি ৫৯ লাখ মানুষের, আর ইন্টারনেট ব্যবহার করছেন ৮ কোটি ৩০ লাখের বেশি মানুষ।
জরিপে দেখা গেছে, মুঠোফোন ব্যবহারের ক্ষেত্রে নারী ও পুরুষের সংখ্যা প্রায় কাছাকাছি। পুরুষের ক্ষেত্রে হার ৮১ শতাংশ, নারীদের ক্ষেত্রে ৭৯ শতাংশ। তবে মুঠোফোনের মালিকানায় নারীরা পুরুষের তুলনায় পিছিয়ে আছেন। বর্তমানে ৬৩ শতাংশ পুরুষের নিজের অন্তত একটি মুঠোফোন আছে, যেখানে নারীদের ক্ষেত্রে এই হার ৫৩ শতাংশ। ইন্টারনেট ব্যবহারের দিক থেকেও নারীরা পিছিয়ে আছেন। পুরুষদের মধ্যে ৫১ শতাংশ বর্তমানে ইন্টারনেট ব্যবহার করছেন, আর নারীদের হার ৪৬ শতাংশের কিছু বেশি।
দেশে ইন্টারনেট ব্যবহার দিন দিন বেড়ে চলেছে, তবে সাধারণ মুঠোফোনের মালিকানা কিছুটা কমেছে। ২০২২ সালে দেশের ৬১ দশমিক ৮ শতাংশ মানুষের নিজস্ব মুঠোফোন ছিল। ২০২৫ সালের সেপ্টেম্বরে এসে সেই হার কমে ৫৭ শতাংশ হয়েছে। অন্যদিকে, ২০২২ সালে দেশের ৩৮ দশমিক ৯ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করতেন। তিন বছরে এই হার বেড়ে ৪৮ দশমিক ৯ শতাংশ হয়েছে।
মুক্তআলো২৪.কম
- তথ্য প্রযুক্তির মতো দেশ এগিয়ে যাচ্ছে:জুনায়েদ আহমেদ পলক
- গড়ে তুলুন আদর্শ লিঙ্কএডিন প্রোফাইল চাকরি দাতাদের চোখে পড়তে
- আইফোন ৬ ও ৬ প্লাস বাজারে এলো
- আপনি বিখ্যাত কি না ,গুগলে যেভাবে বুঝবেন
- গুগল নারী ও সংখ্যালঘুদের সুযোগ দেবে
- প্রিবুকিং শুরু স্যামসাং গ্যালাক্সি ট্যাব এসের
- ভার্চুয়াল নারী কর্টানা ফেসবুক-টুইটার থেকে তথ্য নিয়ে ভবিষ্যদ্বাণী করছে
- বাংলাদেশ আইটিপিইসির সদস্যপদ পেল
- নতুন ই-কমার্স সাইট ইনপেসবাজার চালু হলো !
- ফোনকল যেভাবে রেকর্ড করবেন
- করোনার সর্বশেষ তথ্য জানতে হোয়াটসঅ্যাপভিত্তিক ‘ইনফোবট’ চালু
- একজোট গুগল-নোভার্টিস স্মার্ট কন্টাক্ট লেন্স বানাতে
- প্রত্যাহার হচ্ছে মোবাইল ফোনে কথা বলায় বর্ধিত কর
- করোনা সচেতনায় ইয়াং বাংলার অনলাইন সেমিনার
- উইন্ডোজ ৮.১ ব্যবহারকারীদের যে বিষয় গুলো জানা উচিত



























































