ঢাকা, ০১ নভেম্বর, ২০২৫ || ১৬ কার্তিক ১৪৩২
Breaking:
কাল থেকে যাওয়া যাবে সেন্টমার্টিন, মানতে হবে ১২ নির্দেশনা      নভেম্বরের মধ্যেই গণভোট চায় জামায়াতসহ আট দল     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ধান্দাবাজি ও ফায়দার জন্য গণভোট চাচ্ছে : নুর        অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে : মির্জা ফখরুল        ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি     
৮০৫

বেড়ায় মহিলা আওয়ামী লীগের উদ্যোগে নৌকা মার্কার নির্বাচনী পথসভা

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২১  

বেড়ায় মহিলা আওয়ামী লীগের উদ্যোগে নৌকা মার্কার নির্বাচনী পথসভা

বেড়ায় মহিলা আওয়ামী লীগের উদ্যোগে নৌকা মার্কার নির্বাচনী পথসভা


বেড়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার বেড়া পৌরসভার নির্বাচনী প্রচারনার উপলক্ষে বেড়া পৌর ও উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এক নির্বাচনী পথসভার আয়োজন করা হয়।

আজ শুক্রবার(১৯ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার সময় বেড়া সরকারি বি বি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রঙ্গনে বেড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুষমা রানী সাহা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সাফিয়া খাতুন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পদক মাহমুদা বেগম ক্রিক।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রিয় নির্বাহী সদস্য ও বেড়া পৌর সভার আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী এ্যাড, এস, এম, আসিফ শামস রঞ্জন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি আজিজা খানম কেয়া. যুগ্ন সম্পাদক শিরিন রুকসানা,সাংগঠনিক সম্পাদক দিলরুবা জামান শেলী, শেখ আনার কলি পুতুল, শামসুর নাহার রেখা, যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদিকা মুসলিমা খাতুন বনি, পৌর মহিলা আওয়ামী লীগের নেত্রী শায়লা বেগম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন বেড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক  শায়লা শারমিন  ইতি।

বক্তারা বলেন, নৌকা বঙ্গবন্ধুর প্রতিক, শেখ হাসিনার প্রতিক, স্বাধীনতা প্রতিক, উন্নয়নের প্রতিক, নারীর ক্ষতায়নের প্রতিক। তাইতো জননেত্রী শেখ হাসিনা বেড়া পৌর সভার নির্বাচনে মেয়র পদপ্রার্থী এ্যাড, এস, এম, আসিফ শামস রঞ্জনকে নৌকা মার্কা দিয়ে পাঠিয়েছে আপনাদের কাছে। শেখ হাসিনা হাতকে শক্তিশালী ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২৮ নভেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে।




মুক্তআলো২৪.কম



 

আরও পড়ুন
পাবনার খবর বিভাগের সর্বাধিক পঠিত