ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫ || ২২ কার্তিক ১৪৩২
Breaking:
অন্য দেশের ‘সরকার বদলের’ মার্কিন নীতির সমাপ্তি হয়েছে: তুলসী গ্যাবার্ড      দেশে ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  এক নজরে বিএনপি প্রার্থীদের তালিকা     
৫০৯

‘বেগম রোকেয়া পদকের জন্য আবেদন পত্র আহবান

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৪ জুন ২০২২  

 

‘নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ এবং পল্লী উন্নয়ন এবং সরকারের নির্ধারিত অন্য কোন ক্ষেত্রে অবদানের র্সবোচ্চ স্বীকৃতিস্বরূপ পাঁচ জন বাংলাদেশী নারীকে ‘বেগম রোকেয়া পদক, ২০২২’ প্রদান করা হবে। 

উল্লেখিত যে কোন ক্ষেত্রে অবদান রখেছেন এমন বাংলাদেশী নারীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ আহ্বান জানানো হয়। 

আবেদন পত্রের ‘ছক’ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েব-সাইট (ww w.mowca.gov.bd) এবং মহিলা বষিয়ক অধিদপ্তরের ওয়েব-সাইট (ww w.dwa.gov.bd)- এ পাওয়া যাবে। ওয়েব-সাইটে প্রকাশিত ‘ছক’ ব্যতিত অন্য কোন ছকে আবেদন অথবা মনোনয়ন গ্রহণ করা হবে না।

আগ্রহীদের পদক প্রাপ্তির ক্ষেত্র উল্লেখ করে আগামি ৩১ জুলাই’র মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী আবেদনের সফটকপি ই-মেইলে ([email protected]) [(Nikosh- MS Word File-G)] এবং ডাকযোগে অথবা সরাসরি ২ সেট হার্ডকপি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সচিবালয়, ঢাকা বরাবর প্রেরণ করতে হবে।

 

 

 

 

মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
শিক্ষা ও গবেষণা বিভাগের সর্বাধিক পঠিত