ঢাকা, ১৬ আগস্ট, ২০২৫ || ৩১ শ্রাবণ ১৪৩২
Breaking:
কলারোয়ায় গভীর রাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য, দুপুরে ভাঙচুর      আলাস্কার উদ্দেশে যাত্রা করেছেন ট্রাম্প, মস্কো থেকে উড়াল দিলেন পুতিন      বেড়া উপজেলার ১৯ নং চরসাড়াশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীতে বিলীন হওয়া বিদ্যালয় টি পুনঃ নির্মানের দাবি এলাকাবাসীর।     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  সংস্কার করে লাভ কী হয়েছে?:প্রশ্ন রিজভীর        ৪শ টাকায় ফুল কিনে ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে পিটুনি খেলেন রিকশাচালক        তারেক রহমান গণতন্ত্রের সূচনা করবেন : নজরুল ইসলাম খান     
৬৪

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধীনে গেল সরকারি সাত কলেজ

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৫  

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধীনে গেল সরকারি সাত কলেজ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধীনে গেল সরকারি সাত কলেজ


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে। একই সঙ্গে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ছবি, তথ্য এবং ভর্তি পরীক্ষার ফিও নতুন ইউনিভার্সিটির কাছে তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাবি উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এসব দায়িত্ব হস্তান্তর করেন প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক একেএম ইলিয়াসের কাছে।
এই হস্তান্তরের মাধ্যমে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে আলাদা করে নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্পূর্ণ স্বাধীনভাবে পরিচালনার পথ চূড়ান্তভাবে সুগম হলো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়কসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সাত কলেজের অধ্যক্ষরা।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের এক জরুরি বৈঠকে ঢাবি থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছিল। এবার সেই সিদ্ধান্ত বাস্তবায়নের পথে চূড়ান্ত পদক্ষেপ হিসেবে এই হস্তান্তর সম্পন্ন হলো।









মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
শিক্ষা ও গবেষণা বিভাগের সর্বাধিক পঠিত