ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১
Breaking:
ঢাকা ও ব্যাংকক পাঁচটি দ্বিপাক্ষিক নথি স্বাক্ষর করেছে     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  দেশ ও জনগণের জন্য কাজ করতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রী আহ্বান        বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে : প্রধানমন্ত্রী     
২৮০৮

নারীও পর্নোগ্রাফিতে পুরুষের অনুরূপ আচরণ করে

অনলাইন

প্রকাশিত: ১০ আগস্ট ২০১৪   আপডেট: ২৩ আগস্ট ২০১৪

পুরুষের মতোই সহজে অনলাইন পর্নোগ্রাফির নেশায় আক্রান্ত হতে পারে নারী। আর অতিরিক্ত পর্নোগ্রাফি দর্শন করলে নারীরাও ‘হাইপারসেক্সুয়াল’ নামে বিশেষ সমস্যায় আক্রান্ত হতে পারে বলে জার্মান এক গবেষণায় দেখা গেছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টেলিগ্রাফ।অতিরিক্ত সময় ধরে পর্নোগ্রাফি দেখলে ‘হাইপারসেক্সুয়াল’ নামে পার্সোনালিটি ডিজঅর্ডার তৈরি হতে পারে। এতে অতিরিক্ত যৌন অলীক কল্পনা তৈরি হতে পারে। আর এতে নারী ও পুরুষের আচরণ প্রায় একই বলে জানিয়েছেন গবেষকরা।
যেসব মানুষ নিয়মিত পর্নোগ্রাফি ওয়েবসাইট দর্শন করে তাদের ‘সাইবারসেক্স’ আসক্তি দেখা যেতে পারে। গবেষণায় দেখা গেছে, ১৭ ভাগ নারী অনলাইন পর্নোগ্রাফিতে আসক্ত বলে জানিয়েছেন। আর এ ক্ষেত্রে পুরুষদের মতোই তাদের স্বমেহন কিংবা উচ্ছৃঙ্খল আচরণ দেখা যায়।
বর্তমানে পর্নোগ্রাফিতেই ইন্টারনেটের সবচেয়ে বেশি ট্রাফিক ব্যয় হয়। একে বর্তমানে নতুন কোকেন হিসেবে অভিহিত করা হচ্ছে।
এ গবেষণায় ১০২ জন তরুণী অংশগ্রহণ করে। তাদের মধ্য অর্ধেক ছিল ইন্টারনেটে পর্নোগ্রাফির ভোক্তা।
জার্মানির ডয়েশবার্গ-ইসেন ইউনিভার্সিটির প্রফেসর ম্যাথিয়াস ব্র্যান্ড বলেন, ‘এ গবেষণার ফলাফল বিপরীতকামী পুরুষদের নিয়ে করা গবেষণার সঙ্গে সঙ্গতিপূর্ণ।’
‘সাইবারসাইকোলজি, বিহ্যাভিয়র অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কিং’ জার্নালে গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন
শিক্ষা ও গবেষণা বিভাগের সর্বাধিক পঠিত