ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৫ || ১০ অগ্রাহায়ণ ১৪৩২
Breaking:
বৃহত্তর সুন্নি জোট থেকে ৩০০ আসনে প্রার্থী দেওয়া হবে: তাহেরী      বিএনপি স্বাধীন গণমাধ্যম তৈরি করতে চায় : মির্জা ফখরুল     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া        বাম জোটের হুঁশিয়ারি বন্দর নিয়ে বিদেশিদের সঙ্গে চুক্তি বাতিল না হলে যমুনা ঘেরাও        হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় জীবনরক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করবে সরকার     
১৬৮৫

পাবনায় নিহত ১, অটোবাইক স্ট্যান্ডের আধিপত্য নিয়ে সংঘর্ষ

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০১৯  

দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন পাবনা শহরের পৈলানপুরে অটোবাইক স্ট্যান্ডের আধিপত্য বিস্তার নিয়ে।আহত হয়েছেন চারজন।আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত যুবকের নাম অরিন (১৮) পাবনা শহরের পৈলানপুর মহল্লার ভুট্টু প্রামানিকের ছেলে। তিনি অটোবাইক স্ট্যান্ডের মাষ্টার ছিল বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের পৈলানপুর মোড়ে অটোবাইক স্ট্যান্ডের দখল নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার দুপুর ১২টার দিকে দুই গ্রুপের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ৫ জন আহত হয়। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় অরিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পথিমধ্যে অরিনের মৃত্যু হয়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় বিবাদমান দুই গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি।

 

মুক্তআলো২৪.কম/২২জানুয়ারি২০১৯

আরও পড়ুন
পাবনার খবর বিভাগের সর্বাধিক পঠিত