ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ || ৩ আশ্বিন ১৪৩২
Breaking:
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৬৪৭      পিআর পদ্ধতি নিয়ে ‘গণভোট’ চাইল ইসলামী আন্দোলন     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ছাব্বিশের বইমেলা পঁচিশের ১৭ ডিসেম্বর শুরু        শুধু সংস্কার দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়: মঈন খান        প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব : তারেক রহমান     
১০৯৮

পাবনার বেড়ায় টাকা ফেরত চাওয়ায় সংঘর্ষ নিহত ১,আহত ১০

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২২  

পাবনার বেড়ায় টাকা ফেরত চাওয়ায় সংঘর্ষ নিহত ১,আহত ১০

পাবনার বেড়ায় টাকা ফেরত চাওয়ায় সংঘর্ষ নিহত ১,আহত ১০


বিদেশে লোক পাঠানোর টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে পাবনার বেড়া উপজেলার চর সাফুল্লা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে তোতা ব্যাপারী (৫৫) নামের একজন নিহত হয়েছে। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।

শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তোতা ওই গ্রামের মৃত আহেজ ব্যাপারীর ছেলে। আহতরা হলেন, আব্দুল আজিজ, রুশনাই খাতুন, জিয়া ব্যাপারী, বছির উদ্দিন, মজিবর রহমান, আরিফ হোসেন, রমজান আলী।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, প্রায় ১৮ মাস আগে চর সাফুল্লা গ্রামের শফিকুল ইসলামের মাধ্যমে নিহত তোতা মিয়ার ছেলে আখের আলী সৌদি আরব যান। সেখানে কয়েক মাস থাকার পরে শফিকুল সেখানে থেকে গেলেও আখের আলী থাকতে না পেরে দেশে ফিরে আসেন। দেশে এসে আখের আলী শফিকুলের পরিবারের কাছে তাকে বিদেশে পাঠানোর টাকা ফেরত চান।  এ নিয়ে র্দীঘদিন ধরেই উভয় পরিবারের মধ্যে বিরোধ চলছিল।

এরপর শুক্রবার সকালে উভয় পরিবারের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায় সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের ১১ জন আহত হয়। আহতদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তোতা মিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি জানান, মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযানে চলছে।

 




মুক্তআলো২৪.কম

আরও পড়ুন
পাবনার খবর বিভাগের সর্বাধিক পঠিত