ঢাকা, ২৭ জুলাই, ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১
Breaking:
বিটিভি’র ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  বিএনপি-জামায়াতের তান্ডবে আহতদের দেখতে ঢামেক হাসপাতালে প্রধানমন্ত্রী        যারা সহিংসতা চালিয়েছে তাদের বিচার হবে : ওবায়দুল কাদের        দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী     
৩৪২৭

কবিতা-১০

কবি`শাহানা চৌধুরী`র একটি কবিতা`` ২৫-২-২০১৯

শাহানা চৌধুরী

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০১৯  

কবি শাহানা চৌধুরী

কবি শাহানা চৌধুরী

র কতদিন অশ্রুধারায়
 মুষলধারে বৃষ্টি হবে,
 আর কতদিন ঈশান কোণে
 কালো মেঘের জটলা রবে?


র  কত দিন ধৈর্য চূড়ায়
 ভিনদেশে তে একলা তুমি,
 আর কতদিন নীরব-নিথর
 ভেজা দুপুর শূন্য আমি?


র কতদিন বুকের ক্ষতই
জমাট বাঁধা রক্ত প্রগাঢ়,
আর কতদিন যমুনা ধারে
থাকবো দুজন এপার ওপার?


র কতদিন তৃষ্ণাকাতর
উষ্ণ পানির স্রোতের ধারা,
আর কতদিন শক্ত শিকল
পায়ে বেরি দৃষ্টি কারা?


র কত দিন নাই বা এলে
শূন্য ঘরে একলা রবো,
আর কতদিন তানপুরাতে
ধুলোর রঙে মলিন হবো?


র কতদিন উজান ভাটা
শীতের পরশ শুষ্ক ঠোঁটে,
আর কতদিন জীবন বৃথা
তোমায় ছাড়া অবুঝ প্রাতে?
==================

মুক্তডানা বিভাগের সর্বাধিক পঠিত