ঢাকা, ০৮ ডিসেম্বর, ২০২৫ || ২৪ অগ্রাহায়ণ ১৪৩২
Breaking:
হাসিনা কতদিন ভারতে থাকবেন- সেটি পুরোপুরি তার নিজের সিদ্ধান্ত: জয়শঙ্কর     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  বিএনপি ধর্মের নামে প্রতারণা করতে চায় না : সালাহউদ্দিন        বেগম রোকেয়া নারী জাগরণের আলোক দিশারী : তারেক রহমান     
১১৫

২৫৬ প্রার্থী চূড়ান্ত খেলাফত মজলিসের

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫  

২৫৬ প্রার্থী চূড়ান্ত খেলাফত মজলিসের!

২৫৬ প্রার্থী চূড়ান্ত খেলাফত মজলিসের!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৬ জন সম্ভাব্য প্রার্থীর নাম চূড়ান্ত করেছে খেলাফত মজলিস।শনিবার (৪ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইবি) ভবনে মতবিনিময় সভায় দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ তথ্য জানান। তবে অনুষ্ঠানে প্রার্থীদের নাম প্রকাশ করা হয়নি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. আহমদ আবদুল কাদের বলেন, সারাদেশে ২৫৬ জনকে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রাথমিক পর্যায়ে মনোনীত করা হয়েছে।
বাকি প্রার্থীদের নাম আগামীতে ঘোষণা করা হবে। তবে জোটের সঙ্গে আসনভিত্তিক ঐক্য হলে সেক্ষেত্রে প্রার্থিতা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

সভায় আহমদ আবদুল কাদের ইসরায়েলি গণহত্যার শিকার গাজাবাসীর বিরুদ্ধে আরোপিত অবরোধ ভাঙতে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীদের গাজাগামী ‘সুমুদ ফ্লোটিলা’র নৌবিহারে ইসরায়েলি বাহিনীর হামলা ও কয়েকশত মানবাধিকার কর্মীকে আটকের নিন্দা জানান। আটক মানবাধিকারকর্মীদের অবিলম্বে মুক্তিরও দাবি জানান তিনি।
একই সঙ্গে অবিলম্বে গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্ব সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি। 

সংগঠনটির যুগ্ম মহাসচিব মুনতাসির আলী বলেন, আগামীর নির্বাচনে লড়াই হবে বাতেলের বিপক্ষে ইসলামের।

সংগঠনটি দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে অংশগ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ইউনিটের ভোটারদের মধ্যে জনমত গড়ে তুলতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সবাই মিলে মানুষকে সংগঠিত করে ভোট ডাকাতির পথকে চিরতরে বন্ধ করে‌ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিদ আজাদ। এ সময় সারা দেশ থেকে আসা সংগঠনের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত