ঢাকা, ০৮ মে, ২০২৪ || ২৫ বৈশাখ ১৪৩১
Breaking:
পাবনার তিন উপজেলার দুটিতে নতুন মুখ, একটিতে পুরাতন      আওয়ামী লীগের যৌথ সভা শুক্রবার      নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক : ওবায়দুল কাদের      তথ্য অধিকার আইনের আওতায় গণমাধ্যমের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  ঢাকা পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব        মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি দেশের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে : প্রধানমন্ত্রী        উপজেলা নির্বাচনে ভোটের হার ৩০ থেকে ৪০ শতাংশ হতে পারে : সিইসি        রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী        মুসলিম দেশগুলোর ঐক্য ফিলিস্তিনিদের দুর্দশা কমাতে পারে : প্রধানমন্ত্রী     
৪৯২

সুষ্ঠু তদন্ত না হলে সুষ্ঠু বিচার হতে পারে না:ড.রেজা কিবরিয়া

শাহাবুদ্দিন শুভ

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০১৯  

ড. রেজা কিবরিয়া

ড. রেজা কিবরিয়া

একটি সুষ্ঠু তদন্ত না হলে কখনও একটি সুষ্ঠু বিচার হতে পারে না।আমার বাবার হত্যার বিচারের একের পর এক মিথ্যা চার্জশীট দেওয়া হয়েছে এবং সে গুলো মেনে নেওয়ার জন্য আমার মা ও আমাকে হুমকি দেওয়া হয়েছে যেন তা আমরা মেনে নেই।  তা আমরা মানিনী।  আমার বাবার হত্যাকাণ্ডের পর থেকে যে তদন্ত গুলো হয়েছে সে গুলোর প্রতি আমার কোন আস্থা নেই পরিবারের ও কোন আস্থা নেই।  আজ সকালে প্রয়াত অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া ১৪ তম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে এ কথা গুলো বলেন কিবরিয়া পুত্র ড. রেজা কিবরিয়া।

এসময় তিনি আরও বলেন আমার বাবার হত্যা-করিরা যে দলেরই হোক না কেন আমরা আসল মদদ দাতা কারীকে চিহ্নিহিত হয় সেই দাবী জানাই।  যারা আমার বাবাকে হত্যা করেছে তারা চেষ্টা করেছে এবং এখন করে যাচ্ছে যাতে মিথ্যা চার্জশীটে করা মামলা নিষ্পত্তি  হয়, তাহলে তারা বেঁচে যাবে।  আমাদের মত শত শত পরিবার বিচারের অপেক্ষায় আছে আমি চাই যেন সবাই  সুষ্ঠু বিচার পায়।

উল্লেখ্য ২০০৫ সালের ২৭ জানুয়ারি বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে ঈদ পরবর্তী এক জনসভায় শেষে  গ্রেনেড হামলায় নিহত হন তৎকালীন হবিগঞ্জ-৩ আসনের এমপি সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া।  হামলায় শাহ এএমএস কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী প্রাণ হারান। আহত হন কমপক্ষে শতাধিক নেতাকর্মী।


মুক্তআলো২৪.কম/২৭জানুয়ারি২০১৯/শাহাবুদ্দিন শুভ

 

আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত