ঢাকা, ৩১ আগস্ট, ২০২৫ || ১৬ ভাদ্র ১৪৩২
Breaking:
সন্ত্রাসী, খুনী, চাঁদাবাজদের দলে ঠাঁই নেই: রিজভী      জাতীয় পার্টিকে ছাড়া কোনো নির্বাচন হবে না: শামীম হায়দার পাটোয়ারী     
Mukto Alo24 :: মুক্ত আলোর পথে সত্যের সন্ধানে
সর্বশেষ:
  আইনগত পদক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না : ডিসি মাসুদ     
৭৫

সারা দেশে আইনবহির্ভূতভাবে মব তৈরি হচ্ছে : রিজভী

মুক্তআলো২৪.কম

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৫  

সারা দেশে আইনবহির্ভূতভাবে মব তৈরি হচ্ছে : রিজভী

সারা দেশে আইনবহির্ভূতভাবে মব তৈরি হচ্ছে : রিজভী


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সারা দেশে আইনবহির্ভূতভাবে মব তৈরি হচ্ছে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল যেন মনোনয়নপত্র সংগ্রহ করতে না পারে, সে জন্য মব তৈরি করে বাধা দেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘আজ ড. ইউনূসের সরকার ক্ষমতায় থাকলেও কেন এ ধরনের পরিস্থিতি হবে? সারা দেশে আইনবহির্ভূতভাবে মব হচ্ছে।
উচ্ছৃঙ্খল জনতা আইন নিজেদের হাতে তুলে নিচ্ছে। কারণ সঠিকভাবে আইন প্রয়োগ করা হচ্ছে না। এতে সংখ্যালঘুদের জীবনও বিপন্ন হচ্ছে। রংপুরে দুজন সংখ্যালঘু মবের হাতে প্রাণ হারিয়েছেন।
এ ধরনের পরিস্থিতি আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আশা করি না।’

বিগত সরকারের আমলে সাড়ে ৩ লাখ কোটি টাকার ঋণখেলাপিদের ঋণ নবায়ন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান সরকারের আমলেও দেড় লাখ কোটি টাকার ঋণখেলাপিদের ঋণ নবায়ন করা হয়েছে। জনগণ সরকারের কাছ থেকে এ ধরনের পদক্ষেপ আশা করে না।’

ঋণখেলাপিদের গ্রেপ্তার করে ব্যবস্থা গ্রহণ এবং বিদেশে পাচার করা অর্থ ফেরত আনার আহ্বান জানিয়ে রিজভী সতর্ক করেন, ‘এগুলো করতে না পারলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাবে।
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে এমন ব্যবস্থা নিতে হবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারে। অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে যেসব ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে, সেগুলো বাতিল করতে হবে। কারণ, একবার হয়েছে ভোটারশূন্য নির্বাচন, আরেকবার মধ্যরাতের ভোট, আর সর্বশেষ ২০২৪ সালে হয়েছে ডামি নির্বাচন।’








মুক্তআলো২৪.কম

 
আরও পড়ুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত